আমি স্তম্ভিত।
আমি ক্ষুব্ধ।
আমি গভীরভাবে মর্মাহত।
আজকের মুখোশ উন্মোচনের সংবাদ সন্মেলনের শুরুতে এমনি করে উপরোক্ত কথাগুলো বলে তার না বলা কথাগুলো বল্লেন গোলাপি বেগম।
দেশ আজ গভীর সংকটে স্বীকার না করার কিছু নাই। স্বাধীনতার পর হতে এমন সময় আসেনি আগে। দেশের বিরোধী দল যখন নিজের দল বাদ দিয়ে নতুন একটি দলের জন্ম দেয় শুধুমাত্র ক্ষমতার লোভে, যার নাম বাংলাদেশ জামায়াতীবাদী দল। দেশতো সংকটে পড়বেই !!
পুরাটা প্রেমকাব্য শোনার পর আমিও স্তম্ভিত, ক্ষুব্ধ, গভীরভাবে মর্মাহত।
ক্ষমতার লোভে ভুল ট্রেনের যাত্রী যখন হয়েছেন গন্তব্য পাকিস্থান হলে অবাক হব না। বাঙ্গালী কখন ভুল করেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



