রাজশাহীর পলান সরকার ৯০ বছর বয়সেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই বিলি করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। তিনি বলেন, যে শিক্ষা মানুষের কল্যাণে আসে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। সব শিক্ষিত মানুষকে দেশের কল্যাণে তাঁর শিক্ষাকে কাজে লাগাতে হবে।
কিন্তু হায়.......এখন আমাদের দেশে যে শিক্ষা শুরু হয়েছে, কে জানে তার শেষ কোথায়। একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশ নামক দেশে শিক্ষার কি অবস্থা।
বাংলাদেশের জাগরণের অন্যতম অগ্রদূত শেরে বাংলা ফজলুল হক কি উদ্দেশে ইডেন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে জানে। হয়ত তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের আগে বাড়ানো। সত্যিই তার উদ্দেশ্য আজ সফল। বাংলাদেশের পিছিয়ে পড়া নারীরা আজ আগে বাড়তে শিখেছে। তারা জানে শিক্ষা অর্থ কি। তারা জানে শিক্ষা মানে রমরমিয়ে দেহ ব্যবসা করা, মন্ত্রী এম. পি. দের বাসায় ক্ষ্যাপ দেয়া, মারামারি করা, খুব অল্প সময়ে অর্থ উপার্জন করা।
বাবা-মা কত স্বপ্ন নিয়ে তাদেরকে পড়াশুনার জন্য পাঠিয়েছেন।তাদের মেয়ে মানুষের মত মানুষ হবে, দেশ গড়ায় সহযোগিতা করবে, দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। সত্যিই তারা আজ দেশের উন্নয়ণে ভূমিকা রাখছে। তাদের এই ভূমিকা যে দেশকে কোথায় নিয়ে যাবে মালুম করাই দায়।
জয় পলান সরকার। হে ইডেন রাসিনী, তোরা শেখ পলান সরকারে নিকট থেকে যিনি এই বৃদ্ধ বয়সেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে শিক্ষার আলো বিতরণ করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



