ইদানিং দেখছি ব্লগের আস্তিকরা দুর্দান্ত সব যুক্তি নিয়ে হাজির হচ্ছেন।কিন্তু গন্ডমূর্খ নাস্তিকরা তা মানতে নারাজ।তারা কিছুতেই তালগাছ ছাড়বেনা।
কিন্তু এভাবে আর কতদিন? নাস্তিকরা কি অজ্ঞতার মাঝেই জীবন পার করে দেবে? মাথামোটা নাস্তিকদেরকে পথে আনার কি কোনই উপায় নেই।
তাই আস্তিক ভাইদেরকে বলছি, আপনারা একটা জ্বিন যোগাড় করে নিয়ে আসুন।কোরানে যেহেতু জ্বিনের কথা স্পষ্টভাবে বলা আছে, তাই জ্বিন দেখাতে পারলে তাদের আর আপত্তি থাকার কথা না।কোনো জ্বিন সাধকের সাথে যোগাযোগ করতে পারেন।সেইসাথে আমরাও আমাদের তিনটা ইচ্ছা পূরণ করিয়ে নিলাম।জ্বিনগুলো গ্রামে গঞ্জে অশিক্ষিত মানুষগুলোকে বড়ই ত্যক্ত করে।তাদের একটাকে যদি সভ্যসমাজে ধরে আনা যায়, তাহলে অবশ্যই বেদ্দপ নাস্তিকরা ঈমান আনবে, আস্তিকদের ঈমান বৃদ্ধি পাবে।সেইসাথে আমরা কোহেকাফ নগরের অনেক অজানা ঘটনা জানতে পারব
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




