সাতপাকে বেধেছ তোমার জীবন
সাজিয়ে নিয়েছ নতুন ভুবন
আচঁলে সুখের চাবি,দু'হাতে শাখাঁ
সিদুঁর দিয়েছ সিথিঁতে
আমি ভাবতেই পারিনা সেই তুমি অন্যের
যে তুমি পূজাঁর ফুল আমারেই দিতে ।।
সাধ ছিল বধূ বেশে তোমাকে দেখার
কেড়ে নিল তোমার ভগবান, সেই অধিকার ।।
বড় অচনো কি হয়ে গেলাম তোমার কাছে
যে তুমি পূজাঁর ফুল আমারেই দিতে ।
মন্দিরে দাঁড়িয়ে তো কথা দিয়েছিলে
ভুলবেনা কভু আমায় ,গীতা ছুঁয়েছিলে ।।
আজ কেমন আছ তুমি জানা হলোনা
যে তুমি পূজাঁর ফুল আমারেই দিতে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



