somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প একটি জাতির জন্যে যেভাবে লাভ-ক্ষতি বয়ে আনে

০৫ ই মে, ২০২৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকম্প মানুষ এবং পরিবেশের উপর ইতিবাচক এবং নেতিবাচক উভয় ভাবেই প্রভাব ফেলতে পারে। আমরা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দূর্যোগের ফলে শুধু ক্ষতির কথা চিন্তা করি। সেজন্যে, ভয় পেয়ে যাই। কিন্তু, প্রকৃতি থেকে সৃষ্টি হওয়া এই দূর্যোগের ইতিবাচক দিকটাও আমাদের ভেবে দেখতে হবে। এখানে ভূমিকম্পের কিছু সুবিধা এবং অসুবিধা আলোচনা করা হয়েছে:

ভূমিকম্পের ইতিবাচক দিকঃ



১) নতুন ভূমিরূপের সৃষ্টি:
ভূমিকম্পের ফলে নতুন ভূমির সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছিল। ২০১৫ সালে নেপালের ভূমিকম্প, যার মাত্রা ছিল ৭.৮, কিছু এলাকায় ৩ মিটার পর্যন্ত উল্লম্ব উত্থান ঘটায়, যা হিমালয়ের বৃদ্ধিতে আরও অবদান রাখে। ১৯৬৪ সালের গ্রেট আলাস্কা ভূমিকম্পটি নতুন ভূমিরূপ তৈরি করে যার মধ্যে উঁচু সৈকত এবং দ্বীপের সৃষ্টি হয়।

২) খনিজ এবং সম্পদের মুক্তি:
ভূমিকম্প খনিজসম্পদগুলিকে উঠিয়ে আনতে পারে যা পূর্বে পৃথিবীপৃষ্ঠের নীচে আটকে ছিল। উদাহরণস্বরূপ, চিলিতে ২০১০ সালের ভূমিকম্প ছিলো ৮.৮ মাত্রার। এই ভূমিকম্পের ফলে দেশটির ভূপৃষ্ঠ থেকে তামার একটি উল্লেখযোগ্য অংশ উপরে উঠে আসার কারণ ছিলো, উল্লেখ্য যে, তামা চিলির প্রধান রপ্তানি পণ্যগুলির মধ্যে একটি। জাপানের কোবেতে ১৯৯৫ সালের ভূমিকম্পের ফলে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস মুক্তি পায়, যা শহরের পুনর্গঠনের প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করেছিল।

৩) বৈজ্ঞানিক অনুসন্ধান:
ভূমিকম্প অধ্যয়ন বিজ্ঞানীদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং টেকটোনিক কার্যকলাপ আরও ভালভাবে বুঝতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, জাপানের উপকূলে ২০১১ সালের ভূমিকম্প, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৯.০। এই ভূমিকম্প বিজ্ঞানীদের সাবডাকশন জোনের মূল্যবান তথ্য সরবরাহ করেছিল, যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে চলে যায়।

৪) ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি:
ভূমিকম্প জল প্রবাহের জন্য নতুন পথ তৈরি করতে পারে, যা ভূগর্ভস্থ জলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় ১৯৮৯ সালের লোমা প্রিটা ভূমিকম্পের ফলে ভূ-পৃষ্ঠে নতুন ফাটল সৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পায়।

৫) উন্নত বিল্ডিং কোড:
ভূমিকম্প ভবিষ্যতের ভূমিকম্পকে আরও ভালভাবে মোকাবেলা করার জন্য বিল্ডিং কোড এবং নির্মাণ কাজ অনুশীলনে উন্নতি ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, জাপানের কোবেতে ১৯৯৫ সালের ভূমিকম্পটি শ্বেই দেশের সরকারকে বিল্ডিং কোড এবং অবকাঠামো পরিবর্তনে বাধ্য করে যা পরবর্তী ভূমিকম্পের প্রভাব কমাতে সাহায্য করেছিল।

৬) জরুরী প্রতিক্রিয়া প্রস্তুতি:
ভূমিকম্প একটি দেশের জনগণকে এবং সেই দেশের প্রশাসনকে ভবিষ্যতের দুর্যোগের জন্য প্রস্তুত করতে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় ১৯৯৪ সালের নর্থ্রিজ ভূমিকম্পের ফলে রাজ্যের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার উন্নতি হয় এবং ভূমিকম্প সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।





ভূমিকম্পের নেতিবাচক দিকঃ

১) সম্পত্তির ক্ষতি:
ভূমিকম্প ভবন, অবকাঠামো এবং অন্যান্য সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে, যার ফলে একটি দেশের নাগরিকরা আর্থিক ভাবে এবং বাস্তুচ্যুত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, ২০১০ সালের হাইতি ভূমিকম্প, যার মাত্রা ছিলো ৭.০। এরফলে, ভবন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়, ১৫ লক্ষের বেশি মানুষকে গৃহহীন করে।

২) প্রাণহানি:
ভূমিকম্পের কারণে মানুষ আহত হয়, প্রাণহানিও ঘটতে পারে। বিশেষ করে মানহীন বিল্ডিং কোড বা অবকাঠামো আছে এমনসব এলাকায় এমনটা ঘটে থাকে। উদাহরণস্বরূপ, জাপানে ১৯৯৫ সালের কোবে ভূমিকম্পের কথা বলা যায়, যার মাত্রা ৬.৯ ছিল। এই ভমিকম্পের ফলে জাপানের মতো উন্নত দেশেও ৬,৪০০-জনের বেশি মৃত্যু এবং হাজার হাজার মানুষ আহত হয়।

৩) জাতীয় সম্পদের ক্ষতি:
ভূমিকম্পের ফলে বিশেষ ধরণের বিপদ হতে পারে, যেমন ভূমিধস, সুনামি এবং অগ্নিকাণ্ড, যা ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ, জাপানে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প এবং ৯.০ মাত্রার সুনামি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল এবং ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্রে একটি পারমাণবিক বিপর্যয় ঘটায়।

৪) অর্থনৈতিক প্রভাব:
ভূমিকম্পগুলি জাতীয় অর্থনীতিকে ব্যাহত করতে পারে, বিশেষ করে সেটা যদি পর্যটন বা কৃষির উপর বেশি নির্ভরশীল এলাকায় ঘটে। উদাহরণস্বরূপ, মধ্য ইতালিতে ২০১৬ সালের ভূমিকম্প, যার মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্প ঐতিহাসিক ভবন এবং ল্যান্ডমার্কগুলির উল্লেখযোগ্য ক্ষতি করেছে, যা এই অঞ্চলের পর্যটন শিল্প প্রভাবিত হয়েছিলো।


যে কোন দেশের মানুষের জন্যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দূর্যোগ খারাপ ফল বয়ে আনতে পারে। সেজন্যে, প্রস্তুত থাকা প্রয়োজন।



সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৩ রাত ১২:১৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×