
সিলেটে ফিরে এসেছি কয়েক দিন হয়ে গেলো। আমার ফার্মের সায়েন্টিস্টদের সাথে মিটিং করছি, আইডিয়া বিনিময় করছি....বেশ ব্যস্ততার মাঝে দিয়ে সময় চলে যাচ্ছে। খুশির খবর হচ্ছে, আমরা ডিজাইন রোবট বানানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি!
আমরা ফান্ড সংকটের কারণে বেশ কয়েক সপ্তাহ কঠিন সময় পার করেছি। গাড়ি বিক্রি করে দেওয়ায় এখন আর সেই সমস্যা নেই। অন্তত আগামী ১২ মাস বেতন চালাতে পারবো। এর মাঝে যদি কিছু গ্র্যান্ট আর অর্ডার পেয়ে যাই, তাহলে, আমার রবোট প্রজেক্টটি টিকে যাবে।
আসলে, এমন ফান্ড সংকট হওয়ার কথা ছিলো না। আমার প্ল্যান ছিলো, ঢাকায় আমার যে আইটি ফার্ম আছে, সেখানে যা ইনকাম হয় সেটার ৭৫% রোবটিকস প্রজেক্টে ব্যায় করবো। কিন্তু, বিধি বাম! ইউক্রেন - রাশিয়া যুদ্ধে আমার ইউরোপীয় ক্লায়েন্ট বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ব্যাবসা কমে যাওয়ার ফলে, তাদের সাথে আমার কন্ট্রাক্টেও তা বেশ বড় পরিমাণে আঘাত করেছে।
আমি আশা করেছিলাম, সেপ্টেম্বর মাসের মাঝে দুটি প্রজেক্ট থেকে দুটি রোবটের প্রোটোটাইপ আমরা বের করে ফেলবো। এখন মনে হচ্ছে, একটির বেশি সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



