রাত ২টা। শাহরিন আজকেও রাত জেগে আছে। সে জানে আজ কিছু একটা ঘটবে। দূরে কোথাও কুকুরগুলো ডেকে চলেছে। সেই কখন থেকে ঘেউ ঘেউ করছে। এমন তো প্রতিদিন করে না!
পাড়ার কুকুরগুলো আজ রাতে কিছু একটা দেখতে পেয়েছে। সেগুলোর সামনে দিয়ে ছেচড়ে ছেচড়ে কি যেন একটা চলে যাচ্ছে! গলির ল্যাম্প পোস্টের আলো একবার নিভে গিয়ে সেই ছেচড়ে চলা কালো বস্তুটার উপর পড়লো....
আতকে উঠে কুকুরগুলো.....শাহরিন শুনতে পায়, কুকুরগুলো কেউ কেউ করতে করতে দৌড়ে পালিয়ে যাচ্ছে.... দূরে!!!
হঠাৎ, একটা ঠান্ডা বাতাস এসে লাগে শাহরিনের ঘাড়ে.....ওহ! সে শুনতে পায়, ঘরের মাঝে কেউ একজন ছেচড়ে ছেচড়ে তার খাটের দিকে এগিয়ে আসছে! বোটকা একটা গন্ধে শাহরিনের ঘরটা ভরে যার....
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



