ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তাঁরা বাংলাদেশের ভোটারদের নিয়ে বিশ্লেষণ করেছেন, আশা করি। ছাত্রদের নতুন দলকে পুরনো রাজনৈতিক দলগুলোর মতো জনগণের কাছে পৌছাতে সময় দিতে হবে।
তাঁরা কি বাংলাদেশের 'চা' খেয়ে ভোট বিক্রি করে দেওয়া জনগণ সম্পর্কে ওয়াকিবহাল? আমাদের দেশের আরেক দল ভোটার আছেন যাদেরকে ভোটের সময়ে ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়। তাঁদের সম্পর্কে ছাত্ররা জানেন কি? আমাদের ভোটারদের একটি দল আছেন যারা পারিবারিক ঐতিহ্য দেখে ভোট দেন। এঁদের কথা ছাত্ররা জানেন কি? বেশ কিছু ভোটার আছেন যারা মার্কা দেখে ভোট দেন, এই ভোটারদের ছাত্ররা টানতে পারবেন কি?
বাংলাদেশের দরিদ্র ভোটারের সংখ্যা প্রায় ৪০%। এই ভোটারদের নিয়ন্ত্রণ করেন গাঁয়ের মোড়লরা। এই মোড়লদের মনোপলি ছাত্রদের ভাঙতে হবে। দলবাজ নেতাদের রাজনৈতিক ভাবে বুঝিয়ে নিষ্ক্রিয় করতে হবে।
এজন্যে, ছাত্রদের দলকে প্রথমে বিভাগীয় পর্যায়ে, তারপরে ক্রমশ নিচের দিকে দল গঠন করার কালচার থেকে বেরিয়ে আগে গ্রাম পর্যায়ে, তারপরে, ইউনিয়ন পর্যায়ে, তারপরে থানা পর্যায়ে, তারপরে বিভাগীয় জেলা পর্যায়ে দল গঠন করতে হবে। ট্র্যাডিশনাল দলগুলো থেকে ভিন্ন ভাবে চিন্তা করতে হবে।
তবেই সম্ভব, বাংলাদেশে একটি সঠিক পরিবর্তন নিয়ে আসা। আশা করি, আমাদের তরুণ নেতৃত্ব এগুলো ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৮