somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা সত্য কাহিনি: রবার্ট দ্য ব্রুস, আউটল’ কিং

০৯ ই মে, ২০২৫ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্রেভহার্ট ছিল ১৯৯৫ সালের একটি মহাকাব্যিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছিলেন বিখ্যাত অভিনেতা মেল গিবসন এবং যেখানে তিনি নিজেই অভিনয় করেছিলেন ১৩শ শতকের স্কটিশ বিদ্রোহী যোদ্ধা উইলিয়াম ওয়ালেস এর চরিত্রে। স্কটল্যান্ডের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ১-এর বিরুদ্ধে স্কটিশদের নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী ২১০.৪ মিলিয়ন ডলার আয় করে ছবিটি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে এবার Netflix নিয়ে এসেছে তাদের নিজস্ব মহাকাব্যিক ছবি Outlaw King, যা নিয়ে সমালোচকরা বলছেন এটি হতে চলেছে একটি “স্ট্রিমিং ব্লকবাস্টার”।

Toronto International Film Festival-এ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ছবিটি উদ্বোধনী রাত্রির চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছিল। এবং নভেম্বরে Netflix ব্যবহারকারীরা ঘরে বসেই উপভোগ করতে পারেন সম্পূর্ণ স্কটিশ ইতিহাসের এই দারুণ উপস্থাপনা—ঠিক থেংস গিভিং দিবস এবং বড়দিনের ছুটির আবহে।

রবার্ট দ্য ব্রুস: আউটল’ কিং

BBC History অনুসারে, রবার্ট দ্য ব্রুস জন্মগ্রহণ করেন ১১ জুলাই ১২৭৪ সালে এক স্কটিশ অভিজাত পরিবারে, যারা দূর রক্তের সম্পর্কে স্কটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ছিল। ১৩০৬ সালে তিনি তার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী জন কমিন-এর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাকে স্কটল্যান্ডের ডামফ্রিসের এক গির্জায় হত্যা করেন। এর ফলস্বরূপ, ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তাকে অপরাধী ঘোষণা করেন এবং পোপ তাকে ধর্মচ্যুত করেন। এখানেই Netflix চলচ্চিত্রে ক্রিস পাইন-এর প্রবেশ ঘটে।

আপনি হয়তো তাকে Star Trek-এর ক্যাপ্টেন জেমস টি. কার্ক অথবা Wonder Woman-এর স্টিভ ট্রেভর হিসেবে চিনে থাকবেন, কিন্তু Outlaw King-এ তিনি রবার্ট দ্য ব্রুসের ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালক ডেভিড ম্যাকেনজি পরিচালিত এই ছবিটি ২০১৮ সালের ৯ নভেম্বর বিশ্বব্যাপী Netflix-এ মুক্তি পায়।

সূত্রঃ জেভিয়ার নাভেল | ফ্লিকার

আসল গল্পে ফিরে যাই

রবার্ট দ্য ব্রুস ১৩০৬ সালের ২৭ মার্চ পার্থশায়ারের স্কুন অ্যাবেতে মুঠ হিলে স্কটল্যান্ডের রাজা হিসেবে নিজেকে অভিষিক্ত করেন। পরবর্তী বছরে তার স্ত্রী ও কন্যাদের বন্দী করা হয় এবং তার তিন ভাইকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই অবস্থায় তিনি আত্মগোপনে চলে যান—এবং এখানেই তার জীবনে শুরু হয় আউটল’ কিং হবার প্রকৃত যাত্রা।

এই কাহিনী শুধু একটি বিদ্রোহ বা সিংহাসনের জন্য যুদ্ধ নয়, বরং এক অসম সাহসী মানুষের আত্মত্যাগ, সংকল্প এবং ইতিহাস গঠনের গল্প।

রবার্ট দ্য ব্রুস বনাম ইংরেজ বাহিনী

রবার্ট দ্য ব্রুস ইংরেজদের বিরুদ্ধে একের পর এক সফল গেরিলা আক্রমণ চালান। ১৩১৪ সালের জুন মাসে ব্যানকবার্নের যুদ্ধে তিনি ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ২-এর অধীনস্থ একটি অনেক বড় সেনাবাহিনীকে পরাজিত করেন এবং স্কটল্যান্ডে একটি স্বাধীন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। মেল গিবসনের Braveheart সিনেমাটি ঠিক এখানেই শেষ হয়েছিল—ব্যাটল অফ ব্যানকবার্নের পরে। তবে Netflix-এর নতুন Outlaw King সিনেমাটি কোথায় শেষ হবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সম্ভবত তারা ব্যানকবার্ন যুদ্ধের পূর্ববর্তী বছরগুলোতে রবার্ট দ্য ব্রুস এবং তার পরিবারের সংগ্রামী জীবনকেই কেন্দ্র করে কাহিনী সাজিয়েছে।

চিত্র ব্যানকবার্নের যুদ্ধ

ব্যানকবার্নের পরের অধ্যায়

যদিও ব্যানকবার্নের যুদ্ধে পরাজিত হয়েছিলেন, এডওয়ার্ড-২ স্কটল্যান্ডের উপর তার অধিকার দাবি ছাড়েননি এবং স্কটল্যান্ডে গুপ্তচরদের একটি নেটওয়ার্ক পরিচালনা করতে থাকেন। তখন স্কটিশদের প্রতিরোধ থেমে থাকেনি।

১৩২০ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের প্রধান প্রধান আর্ল, ব্যারন এবং “কমিউনিটি অফ দ্য রিয়ালম” মিলে খসড়া করেন ইতিহাসের বিখ্যাত দলিল ‘ডিক্লারেশন অফ আরব্রথ’। এই ঘোষণাপত্রে স্কটিশ জাতির প্রাচীনত্ব ও তাদের রাজতন্ত্রের অধিকার পুনর্ব্যক্ত করা হয় এবং তা পোপ জন XXII-কে পাঠানো হয়। এই দলিলে রবার্ট দ্য ব্রুস-কে বৈধ রাজা হিসেবে ঘোষণা করা হয় এবং এর চার বছর পর তিনি একটি স্বাধীন স্কটল্যান্ডের রাজার স্বীকৃতি পান পোপের কাছ থেকে।

Netflix-এর Outlaw King চলচ্চিত্রে ক্রিস পাইন-এর সঙ্গে যুক্ত হয়েছেন আরন টেইলর-জনসন, ফ্লোরেন্স পিউ এবং বিলি হাওল। পুরো সিনেমাটি শুটিং হয়েছে স্কটল্যান্ডেই, কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা রবার্ট দ্য ব্রুসের জীবনের আসল ঘটনাগুলোর কতটা সত্যনিষ্ঠ পুনর্নির্মাণ করেছেন।

যদি তারা শেষ পর্যন্ত সত্য ঘটনা অনুসরণ করে থাকেন, তাহলে দর্শকরা দেখতে পাবেন এক আবেগঘন দৃশ্য—১৩২৯ সালের ৭ জুন, সেই দিনটি যখন রবার্ট দ্য ব্রুস এই পৃথিবী ছেড়ে বিদায় নেন।

ছবি: রবার্ট দ্য ব্রুসের সমাহিত হৃদয়ের উপরে স্থাপিত কবরফলক

রাজার হৃদয়

রবার্ট দ্য ব্রুসকে স্কটল্যান্ডের ডানফার্মলাইন-এ সমাহিত করা হয়। তবে তিনি মৃত্যুর আগে একটি অনুরোধ করেছিলেন—তার হৃদয় যেন পবিত্র ভূমিতে (জেরুজালেমে) নিয়ে গিয়ে সমাহিত করা হয়। কিন্তু সেই হৃদয় খুব বেশি দূর যেতে পারেনি। স্পেনে পৌঁছানোর পর মুরিশ নাইটদের এক আক্রমণে স্কটিশ যোদ্ধারা আক্রান্ত হন।

তবুও, রবার্ট দ্য ব্রুসের হৃদয়টি উদ্ধার করা হয় এবং সেই সাহসী যোদ্ধাদের সঙ্গে যাঁরা এই হৃদয়কে যিশুর সমাধিস্থল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, স্কটল্যান্ডে ফিরে আনা হয়। পরে সেই হৃদয় মেলরোজ অ্যাবেতে কবর দেওয়া হয়।



-----------------------------
*অনুবাদ*
পোস্টের সূচনার চিত্র: Outlaw King চলচ্চিত্রে রবার্ট দ্য ব্রুস
মূলঃ অ্যাশলি কাউই
------------------------------------------------------------------------

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ৮:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

লিখেছেন জেন একাত্তর, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১২



আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০




কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গু এনালিস্ট কাম ইন্টারন্যাশনাল সাংবাদিক জুলকার নায়েরের মাস্টারক্লাস অবজারবেশন !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৬

বাংলাদেশের দক্ষিণপন্থীদের দম আছে বলতে হয়! নির্বাচন ঠেকানোর প্রকল্পের গতি কিছুটা পিছিয়ে পড়তেই নতুন টার্গেট শনাক্ত করতে দেরি করেনি তারা। ডিসেম্বরের শেষ সপ্তাহ ঘিরে নতুন কর্মসূচি সাজাতে শুরু করেছে... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

লিখেছেন কৃষ্ণচূড়া লাল রঙ, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭

একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।

কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।

ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন

Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

লিখেছেন অপলক , ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯



গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।

কারনে... ...বাকিটুকু পড়ুন

×