
ইতালির সরকার পার্টির একজন পার্লামেন্টের নিন্মকক্ষে বিল এনেছে: দাপ্তরিক যোগাযোগে কোনো ইংরেজি চলবে না,যেখানে যেখানে(সরকারী নথি,পদ-পদবী) ইংরেজীর/ অন্য ভাষার ছিটেফোঁটা দেখবেন ছুড়ে ফেলে দিবেন ; তা না হলে ৫ হাজার থেকে লাখ ইউরো জরিমানা হতে পারে।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সমর্থন দিয়েছে এই বিলে। পার্লামেন্টে আলোচনার জন্য এখনো উঠেনি; খসড়াতেই তা জানা গিয়েছে।
আমাদের দেশের প্রধান ও বড় ব্যবসা তৈরী পোশাক,এ পোশাকের ব্যবসা করতে হয় ইউরোপ/আমেরিকার সাথে।ব্যবসার ধরণ হলো, উনারা ডানে যেতে বললে বামে গেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে ; সেই কারণে একজন পোশাকের বিভিন্ন পার্টসের নামও ইংরেজীতে বলতে,জানতে ও মুখস্ত করতে হয় ; এমনকি ইন্ড্রাস্ট্রির মোটামুটির অনেকেই তা বলে দিতে পারবে, যদিও বাংলায় নাম বলতে দিলে কখনোই পারবে না, বলা সম্ভব নয়।
দেশে ইংরেজী প্রীতি নিয়ে অনেক কদর এখনো রয়েছে,এখানে তো ইংরেজী শিখিয়ে জীবিকা নির্বাহ করা হয়। ইংরেজী টেস্ট দিয়ে বিদেশ গিয়ে সেটেলমেন্টে যায়।১০/১২ বছর ইংরেজী শিখেও উন্নতির গ্রাফ নিন্মমুখী থাকে বেশির ভাগ সময়। ইতালির আইন পার্লামেন্টে পাস হলে দেশের আদমবেপারী/দালালদের জন্য খুশির খবর হবে, কারন নৌকায় তোলার আগে ইতালির ভাষার বর্ণগুলো শিখাতে পারলেই টাকা বেশি পকেটে আসবে।পরে সাগরে ডুবে মরলে মরুক,মরার আগে তো জানবে আমি ইতালির ভাষা জানি মেলোনী পছন্দ করবে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




