***
ছবিগুলো গত বছরের এমন সময়ে তোলা,এবছর আমি ঐ জায়গা থেকে ২৫০ কিলো দূরে আছি;তোলার মত কিছু নেই।
২৪ সাল শেষ, আপনি কি পেলেন ; জাতিগত ভাবে আমরা বিপ্লবীদের হাতে নতুন দেশ পেয়েছি, যদিও লেনিন, ফিদেল,চে থেকে কোনো বিবৃতি আসেনি কারণ উনারা বেঁচে নেই।নতুন দেশ চলছে, কোথাও সমস্যা হচ্ছে? ইউনুস টুপি পড়া শিখেছে,ছাত্রসমাজের জীবনের মিনিং বদলে গেছে, বিপ্লবী সমন্বয়ক হতে চায় অনেকেই, বই,খাতা কলম কেজি দরে বেঁচলেও সমস্যা নেই।
কারও হয়তো কাছের মানুষ মারা গেছে,কেউ হয়তো নতুন সন্তান জন্ম দিয়েছে,কেউ হয়তো জীবনের মানে খুজে পেয়েছে নতুন ভাবে অভিজ্ঞতা থেকে নতুন শিক্ষা পেয়ে, বয়সের ভ্যারিয়েশন অনুযায়ী কেউ কেউ প্রহর গুনছে কবে যে মারা যাবো, কেউ হয়তো বেকারত্বের শক্ত শেকল থেকে বের হতে পারেনি।আজ বিভাগীয় শহরগুলোতে মুরগীপোড়ো,আতশবাজি ও মাদকের আয়োজন চলছে।কারণ,মানুষ নাকি বদলে যেতে চায়, অতীত মাড়িয়ে।
ব্লগের ক্যাচাল কম কম লাগছে, ওয়াসওয়াসা দেয়া নিক বন্ধী অবস্থায় থেকে পুরোদমে চলছে, উনি আবার ফিনিক্স পাখির মত জন্ম নিয়েছেন।এটা ভালো দিক। কেউ বিদায় নিয়েছে,কেউ অভিমান করেছে,ফিরেছে ; তবুও চলছে। এ বছর তিনজন ব্লগারের সাথে দেখা হয়েছে, কাছাকাছি থেকে ভালো লেগেছে। তবে দুঃখের বিষয়, স্মৃতিকাতর স্বপ্নবাজ সৌরভ তার আজীবনের অভিভাবক হারিয়েছেন, উনারর স্মৃতিপাতায় কাতরতা এক মাত্রা বাড়িয়ে দিলো গত হয়ে যাওয়া বছর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩