প্রথমেই বিবাহিত ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা/তুমুল অভিনন্দন
যারা বিবাহিত তারা ভালই জানেন যে বিয়ের আংটি কোন আঙ্গুলে পরতে হয়। যারা আবিবাহিত তারাও জানেন। তবে অনেকেই জানেন না যে কেন এই আঙ্গুলে....... তাদের জন্য আমার আজকের এই লেখা
এই ব্যাপারে অনেক ধরনের কথা প্রচলিত আছে তবে সবচে বেশী যা গৃহীত তা হচ্ছে চাইনিজদের দেয়া একটি ব্যাখ্যা। তাদের মতে আমাদের বৃদ্ধাঙ্গুলী বা থাম্ব ফিঙ্গার প্রতিনিধিত্ব করে আমাদের পিতা মাতা কে।
তর্জনী বা গ্রুমিং ফিঙ্গার প্রতিনিধিত্ব করে আমাদের ভাই বোনদেরকে। মধ্যমা বা মিডল ফিঙ্গার প্রতিনিধিত্ব করে আমাদের নিজেদেরকে।
এরপর অনামিকা বা রিং ফিঙ্গার যা প্রতিনিধিত্ব করে আমাদের জীবনসঙ্গী/সঙ্গিনী কে।
এবং শেষ আঙ্গুল যা কনিষ্ঠা বা লিটল ফিঙ্গার নামে পরিচিত তা প্রতিনিধিত্ব করে আমাদের সন্তানদের কে।
এতক্ষণ গেল থিওরি, এবার প্র্যাকটিক্যাল। নিচের ছবির মত করে হাতের আঙ্গুল মুখোমুখি লাগান,শুধু মধ্যমা ভাজ করে রাখেন।
প্রথমেই বৃদ্ধাঙ্গুলী। দেখেন এই আঙ্গুল দুইটা আলাদা করা যায় তারমানে আগে হোক পরে হোক একসময় না একসময় বাবা মা আমাদের ছেড়ে চলে যাবে। তারা সারা জীবন আমাদের সাথে থাকবেনা।
তারপর তর্জনীও দেখেন আলাদা করা যায় যা বোঝায় ভাই বোন ও আমাদের সাথে জীবন পার করবে না। তাদের তো ভাই আলাদা সংসার আছে।
মধ্যমা তো আমরাই…………
এরপর ধরেন কনিষ্ঠা। দেখেন এইটাও আলাদা করা যায় যাতে বোঝায় আমাদের বাচ্চা-কাচ্চাও আমাদের সাথে জীবন পার করবেনা। তারাও তাদের সংসার নিয়া থাকবে।
এইবার আসেন অনা্মিকায়। দেখেন এইটা আর আলাদা করা যায়না………ফেভিকল। যাতে বোঝায় যাকে বিয়ে করবেন তার সাথেই সারা জীবন পার করবেন।
আশা রাখি সবাই বুঝতে পেরেছেন ঘটনাটা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



