somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়েন আর হাসেন.........(১৮+)

০৫ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রাতে কিছু জোকস্ নিয়া আসলাম। পারলে হাইসেন, আর কমন পড়লে ব্লগার দায়ী নহে। আপনের কমন পরছে আপনে দায়ী।;)

ইফতেখার সাহেব বইয়ের দোকানে গেছেন বই কিনতে
বিক্রেতাঃ স্যার, এ বইটা নিয়ে যান।এটা একটা ভয়ের বই। এতে কালো জাদু সম্পর্কে লেখা আছে!
ইফতেখার সাহেবঃ দাম কত?
বিক্রেতাঃ তিন হাজার টাকা।
ইফতেখার সাহেবঃ এইটুকুন পাতলা বইয়ের এত দাম!
বিক্রেতাঃ জি, স্যার!এ বইতেও কালো জাদুর প্রভাব আছে।
(ফিসফিস করে বলল বিক্রেতা, ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না! খুললেই আপনি জ্ঞান হারাবেন!)

কৌতূহল সামলাতে না পেরে বইটি কিনলেন ইফতেখার। পুরো বইটা পড়লেন,কিন্তু শেষ পৃষ্ঠা খুললেন না। একদিন সাহস
করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখলেন "তাতে লেখা আছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য ৩০ টাকা!"B-)B-)


প্রেমিকঃ I LOVE U... জানটুস...
প্রেমিকাঃ I LOVE U TOOO.. জান...আচ্ছা বলতো তুমি আমায় কতটা ভালোবাসো...??
প্রেমিকঃ আমি তোমায় অনেক ভালবাসি...তুমি আমায় কতটা ভালোবাসো...???
প্রেমিকাঃ তুমি আমায় যতটা ভালোবাসো আমিও তোমায় ততটা ভালোবাসি......
প্রেমিকঃ CHEATER... আমি মনে করছিলাম তুমি আমায় সত্যি সত্যি ভালোবাসো....../:)/:)


শামসু বারে ঢুকে ১২পেগের অর্ডার দিল।
বারটেন্ডার জিজ্ঞেস করল,
- আপনার কি হইছে? মন খারাপ?
-হ। আজকে জানলাম আমার বড় পোলা গে।;)
-থাক মন খারাপ করবেন না। এই রকম ত হয়।

পরের সপ্তাহে শামসু হাজির। এইবার পনের পেগের অর্ডার দিল।
বারটেন্ডার জিজ্ঞেসকরে,
-এইবার কি হইছে?
-আজকে জানলাম
আমার ছুটু পোলাও গে।;);)
বারটেন্ডার বলে,
আফচুস!

এর পরের সপ্তাহেই শামসু হাজির। বিশ পেগের অর্ডার দিল।
বারটেন্ডার জিজ্ঞেসকরে,
-আজকে আবারকি হইল???? আপনার ফ্যামিলীতে কি কেউ নাই যে মেয়েদের পছন্দ করে?”
শামসু বলে,
আজকে জানলাম.....
"আমার বউই একমাত্র মেয়েদের পছন্দ করে।":D:D:D


পরীক্ষার ১০ দিন আগে- ♪♫ Itsmy Life ♪♫B-)
পরীক্ষার ৫ দিন আগে- ♪♫আবারজিগায়♪♫
পরীক্ষার ১ দিন আগে- লা ইলাহা ইল্লালাহ.....:)
পরীক্ষার সময়- ♪♫বসে আছি একা♪♫
পরীক্ষার পরে- ♪♫আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে.....♪♫/:)
পরীক্ষার ২দিন পর- █ ▄ █ ▄ ছুরি চাপাটি রামদা বাইর কর █ ▄ █ ▄
রেজাল্টের আগে- ♪♫শত আশা....♪♫
রেজাল্টের পর- ♪♫ বলো কেন এমন হয়? ♪♫
রেজাল্টের ২দিন পর- ♪♫ Its my Life ♪♫ ..........B-)B-)


৬ বছরের বাবু গিট্টু একবার নেংটু হয়ে শুয়ে ছিল। তাই দেখে গিট্টুর মা গিট্টুকে ধরে চরম মাইর দিছে আর কইছে আর কখনও নেংটা দেখলে ____ কেটে দিব...;);)

মাইরের ঠেলায় গিট্টুর গায়ে জ্বর আসল...

আরেকদিন গিট্টু ওর আব্বা আম্মার সাথে ঘুমাইল, রাতে ঘুম থেকে উঠে দেখে গিট্টুর বাপে নেংটা হয়ে শুয়ে আছে আর গিট্টুর মা টয়লেট গেছে।

গিট্টু ওর বাপকে জড়িরে ধরে কয়...
আব্বা তারাতারি প্যান্ট পরো নইলে আম্মা পিটাইয়া তোমার ____ কেটে দিবে..... ;);):D:D:D:P:P


আবুলঃ মা, আব্বুর না চোখ এ সমস্যা__
আবুলের মাঃ কেন?
আবুলঃ বাবা দুরের জিনিশ খুব ভালো দেখতে পায়,কিন্তু কাছের জিনিস একদম ই দেখতে পারেনা
আবুলের মাঃ কিভাবে বুঝলি?

আবুলঃ আমি বিকেলে নিচে খেলতে গিয়ে সুমির হাত ধরলাম,বাবা ৫ তালা থেকে বলল এই সুমির হাত ছাড়।
কিন্তু কিছুক্ষন আগে আমাদের বাসার কাজের মেয়েটারে তুমি মনে কইরা জড়াইয়া ধরতে গেলো, ভাগ্যিস কাজের মেয়েটা সময়মত সইরা গেছে!:P


মিলিটারিদের ট্রেনিং এর সময় সাহস পরীক্ষা করছে তাদের প্রধান।
এক মিলিটারিকে দুরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়েসেই লেবুটিকে গুলি করল।মিলিটারিটি একদম নড়ল না!
লেবুটি ফেঁটেগিয়ে তারশার্টটিকে নষ্টকরে দিল।তাদের প্রধান তাকে ৫০টাকা দিয়ে বলছেঃ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুঁয়ে নিও’।
মিলিটারিটি বলল,‘তাহলে আরোও ৫০টাকা দিন,প্যান্টটিও ধুঁতে হবে ভিজে গেছে।:|:|


স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।
স্ত্রীঃ কী! তুমি আমার গায়ে হাত তুললে?
স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি।:)
স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন।/:)/:)
স্বামীঃ (থ হয়ে) তুমি আমাকে…………….
স্ত্রীঃ "তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি!!!" :D;):P


এক ইয়া মোটা মহিলা বাসায় এক চোর ধরল। আর তার উপর বসল যাতে চোরটা পালাতে না পারে!!!
তারপর চাকরকে বলল পুলিশে খবর দিতে!!
চাকরঃ “আমার জুতা কোথায় গেল??
খুঁজে পাচ্ছি না তো!!”
চোরঃ "আরে জুতা না পাইলে আমার টা পইড়া যা বাপ!! তাও তাড়াতাড়ি যা!!":):DB-);):D


একবার একলোক তার বউকে একটা মেসেজ পাঠাল। কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেলো এক বিধবা মহিলার কাছে।
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন। যাই হোক, মহিলা মেসেজটি খুললেন,পড়লেন, এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন!!

কি লেখা ছিল সেই মেসেজে?? মেসেজে লেখা ছিলঃ

"আমার প্রিয় বউ!!
আমি ঠিকঠাক মতই পৌঁছেছি!!
আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করনি!! এখানে আজকাল মোবাইল ফোন এসে পড়েছে!!
আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে!! সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!! তুমি জেনে আরো খুশি হবে যে, তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে!!
আশা করা যায়, কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!! আশা করি তোমার যাত্রাও হবে আমার মত সুখের!! তোমার অপেক্ষায় রইলাম!!
=ইতি, তোমার প্রিয় স্বামী!!":P:P:D;)


ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন মিস, ‘ছোট্ট বাবু, বলো তো দেখি, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলিকরো, কয়টা থাকবে?’
বাবু খানিকটা ভেবে বললো, ‘উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না।’
মিস হেসে বললেন, ‘উঁহু, ছোট্ট বাবু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।’

বাবু মুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটা প্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোওন আইসক্রীম কিনে।একজনআইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষেখাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত?’
মিস খানিকটা ভেবে বললেন, ‘ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।’
বাবু বললো, ‘উঁহু মিস, এদের মধ্যে যার হাতে বিয়ের আংটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।’ ;););):P:P


স্বামীর অবর্তমানে স্ত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। স্বামীর অপ্রত্যাশিত আগমন টের পেয়ে সবকিছু সে দ্রুত সামলে নিল।
বয়ফ্রেন্ডের গায়ে লোশন মেখে পাউডার ছিটিয়ে দিয়ে ঘরের এক কোণে দাঁড় করিয়ে বলল – তুমি এখন একটা স্ট্যাচু, একটুও নড়বে না, বুঝতে পেরেছ?
বয়ফ্রেন্ড স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল।
ঘরে ঢুকে স্বামী নতুন স্ট্যাচু দেখে খুব খুশি হলো। স্ত্রী এত সস্তায় এত সুন্দর একটা স্ট্যাচু কিনে এনেছে বলে ধন্যবাদ দিল।

গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী বিছানা ছেড়ে নামল। ফ্রিজ খুলে এক পিস কেক নিয়ে স্ট্যাচুর সামনে গিয়ে দাঁড়াল।
বলল-
"কেকটুকু খেয়ে নাও। আমিও আমার গার্লফ্রেন্ডের বাসায় এভাবে তিনদিন দাঁড়িয়ে ছিলাম, কেউ কিছু খেতে দেয় নি…….:D:D:DB-)B-);)


মিসেস মরজিনা একদিন এক “মডার্ন আর্ট” গ্যালারীতে গেল।
অনেক গুলো ছবি দেখার পর সে একটি আর্টের ডিলারকে জিজ্ঞাসা করলো,
মিসেস মরজিনাঃ আপনার এই ভয়ংকর আর্টকে আপনি “মডার্ন আর্ট” মানেন?
আর্ট ডিলারঃ আফা, এইডা কোনো আর্ট না, এইডা একডা আয়না!!


দুই বান্ধবীর মধ্যেকার আলাপঃ

১ম বান্ধবিঃ চরম মনোযোগ সহকারে কিসের যেন বই পড়ছে...!!!
২য় বান্ধবী দেখে বলে, কিরে তুই কি বই পড়ছিস...??
১ম বান্ধবীঃ আর বলিস না... জোছছছছছ... একটা বই... চরররমম!!!
২য় বান্ধবীঃ দেখতেই পাচ্ছি...
১ম বান্ধবীঃ কি???
২য় বান্ধবীঃ হি হি হি... তুই বই উল্টা ধরেছিস...
১ম বান্ধবীঃ কি যে বলিস না...উপরের টা দিয়ে কি করবো...??? আসল বই তো হচ্ছে নিচের টা...... ;)


কিপটে বাবার সাথে কথা বলছে ছেলে
ছেলেঃ বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেওয়া দরকার।
বাবাঃ ওপরে তাকা। কী দেখা যায়, বল?
ছেলেঃ সূর্য
বাবাঃ "ব্যাটা, আর কত দূর দেখতে চাস?"


এক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’:P:D:D


টিচারঃ মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে কোথাও ডিনার খেতে গেছো, এমন সময় তোমার বাথরুম এ যেতে হবে, তাহলে তুমি তাকে কি বলে যাবা?

কুদ্দুসঃ এক মিনিট দাড়াও, আমি প্রস্রাব করে আসতেছি।

টিচারঃ এটা খুব খারাপ শুনায়, এর থেকে ভালো কেউ পারবা?

লালুঃ জান আমি দুঃখিত, কিন্তু আমাকে বাথরুম এ যেতে হবে, আমি একটু পরেই আসতেছি।

টিচারঃ এটা অনেক সুন্দর, এর থেকে ভালো কেউ পারবা?

বল্টুঃ জান আমাকে একটু যেতে হবে ২ মিনিট এর জন্য, আমার এক ফ্রেন্ড (বুঝতেই তো পারছেন...);) এর সাথে হাত মিলায় আসি, তুমি চিন্তা করো না, আমাদের ডিনার এর পর তুমিও আমার ঐ ফ্রেন্ডের সাথে পরিচিত হবা...
এটা শুনার সাথে সাথেই টিচার অজ্ঞান হইয়া পড়ে গেলো।:P:P:P


একবার এক বিখ্যাত
বক্তা তার ভাষণে বললেন, “আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়”
সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো।
এরপর বক্তা যোগ করলেন, “তিনি আমার মা” সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো।
হাবলুও সেখানে ছিল এবং সে খুবই অভিভূত হল।ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে।
সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে পানি গরম করতে দেখে জোরে বলল,
“আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়”

এরপরে সে একটু চুপ থাকলো আর বাকি অংশ মনে করার চেষ্টা করলো কিন্তু সে মনে করতে পারলো না.......

"যখন তার জ্ঞান ফিরল, দেখল সে হাসপাতালে এবং তাকে ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে...."

সংগৃহীত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

লিখেছেন জেন একাত্তর, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১২



আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০




কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গু এনালিস্ট কাম ইন্টারন্যাশনাল সাংবাদিক জুলকার নায়েরের মাস্টারক্লাস অবজারবেশন !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৬

বাংলাদেশের দক্ষিণপন্থীদের দম আছে বলতে হয়! নির্বাচন ঠেকানোর প্রকল্পের গতি কিছুটা পিছিয়ে পড়তেই নতুন টার্গেট শনাক্ত করতে দেরি করেনি তারা। ডিসেম্বরের শেষ সপ্তাহ ঘিরে নতুন কর্মসূচি সাজাতে শুরু করেছে... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

লিখেছেন কৃষ্ণচূড়া লাল রঙ, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭

একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।

কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।

ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন

Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

লিখেছেন অপলক , ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯



গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।

কারনে... ...বাকিটুকু পড়ুন

×