কেদাক্ত সূযর্্য যখন অনেক কষ্ট নিয়ে হারিয়ে যায় রাত্রির গভীরে
তখন তুমি জেগে ওঠ স্বপ্নের ভেতর থেকে
অগণিত দু:স্বপ্নের সম্ভাবনা নিয়ে
সমাপ্তিহীন মহাকাব্য হয়ে
আশৈশব যাকে ছুঁতে চাওয়ার বাসনা মহাজীবনের
যাকে ঘিরে আবর্তিত এইসব নিভৃত কুহক
প্রশ্নের খোঁজে সে হয়ে ওঠে যীশু
আর থরথর আবেগে খুলে দেয় তার বুক
প্রিয়তম, তুমি কখনো জানতে চেয়না
রাত্রির কি রঙ
কখন কান্ত হয় তার অধরা শরীর
অথবা কখন দৃষ্টিসীমায় ভেসে ওঠে তার মুখ
তাকে কেউ দেখেনি বলেই জানি
জানাগুলো ভুল বলেই হয়ত
তাকে কেউ ছুঁতে পারেনি
ছোঁয়াগুলো স্থবির বলেই হয়ত
প্রিয়তম, তুমি দূরত্বে থাক
খুব বেশি দূরে নয়
আলো থেকে অন্ধকারের দূরত্ব যতটুকু
ততটুকুই
প্রিয়তম, আমি তোমাকে নিয়ে যাব সেখানে
আলোর উৎসের কাছাকাছি
আরেকটু গভীরে, আর একধাপ দূরত্বে
যেখান থেকে দূরত্বগুলো শুরু হয়, সেখানে
প্রিয়তম, আমাকে শক্ত করে জড়িয়ে ধর
স্পর্শ করে থাক
আমি ছুঁতে যাচ্ছি আমাকেই
আমাকে গন্ধে ভরিয়ে রাখ
আমি ছুটে যাচ্ছি আমার অন্ধকারের দিকে
একটুখানি অপো কর
আর কিছুটা থাক আলোর সাথে ভেসে
অচিরেই তুমি দেখবে কিভাবে দুই অন্ধকার রাত্রির সাথে মেশে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



