সমগীতের প্রথম গানের এ্যালবাম হাওয়া। কয়েকটা গান শুনে চমৎকার সময় কাটছে। এরই কৃতজ্ঞতায় একটা বিজ্ঞাপন করে দেয়া, হা হা হা। আসলে এই এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারী ভারী বক্তরা যে বক্তব্য দিলেন, মূলত যাদের উদ্দেশ্যে দিলেন তা হাকিম চত্ত্বরের সীমানার মধ্যেই আটকে রইল। এমনকি ভেতরের শ্রোতারাও মূলত গান শোনার জন্য অপেক্ষা করে রইলেন অনেকটা সময় পর্যন্ত। টক শো রোড শো দাবড়ানো জাঁদরেল বক্তাদের উপর যে ক্ষোভ জমেছিল তা গান শুনে কিছুটা প্রশমিত হল। আয়োজকরা চালাক বলতেই হবে, কীভাবে গানের লোভ দেখিয়ে ভারী ভারী কথা শুনিয়ে দিল।....
এ যাত্রা. বাদ দেই এসব .. আসেন ছবি দেখি

বোঝা যাচ্ছে একটা প্রকাশনা অনুষ্ঠানই হতে যাচ্ছে

জনগণের প্রতীক্ষার সবে শুরু

মান্যগণ্যরা বাই ডিফল্ট সামনের সাঁরিতে

সাউন্ড মহড়া

ছবির মহড়া

স্টেজ পূর্ব

আয়জকের হাসি দেখি ধরেনা

ওঠ বক্তৃতায় ওঠ
জন মানুষের কাছে এসব ব্লার, ঘোঁলাটে

শুধু চিন্তার পাখি ওড়ে আকাশে
অবশেষে মোড়ক উন্মোচন হল

যাক অবশেষে গান, হাওয়া এ হাওয়া

রোদের এক হাট বসেছে পরাণপুর

নাচো নাচোরে মন

নাচো নাচো

সখী ভালোবাসা কারে কয়

কারে কয় কারে?

মুছে ফেল বিবর্ণ একঘেয়ে গান

শুরু হোক সমস্বরে সবার আলোকিত ভিন্ন গান।