১. বারান্দার সামনে একটি নীলকন্ঠি পাখি। নীলকণ্ঠ বিশেষণের মানে হল যার কন্ঠে বিষ! প্রকৃতির কি প্রভাব! দিব্যি বিষ কন্ঠে নিয়ে উড়ে বেড়ায় পাখিটি।
২. মায়াবতী শহরের অনেককিছুই স্বপ্ন দেখায়, অনেক দুঃস্বপ্নের সঙ্গী হয়। তবুও মায়াবতী শহর নদীর মতো মনে দাগ কেটে প্রবাহিত হয়।
সব নগরের পাশে নদী থাকে। নদীগুলো অনেক গোপন বার্তা বয়ে নিয়ে যায়। সবচেয়ে বেশি বয়ে নিয়ে যায় নদী নিজের গোপন কান্নাগুলোকে। নদীর পাশে স্মৃতির মণিকোঠা থেকে রচিত হয় মহাকাব্য।
৩. চাওয়া না চাওয়া আর পাওয়া না পাওয়ার মাঝে প্রেমিক তার প্রেমিকার চুম্বনকেই মনে রাখে, মনে করে। একলা প্রেমিকা শুধু চিন্তা করে, জীবনে যত সিগারেট তার ঠোট ছুঁয়েছে ততবার যদি প্রেমিকা তার ঠোঁটচুম্বন করত সে সিগারেট আঙ্গুলের ফাঁকে নেয়ার কথাও ভুলে যেত। প্রেমিক সিগারেটের সংখ্যা গুনবেনা কিন্তু প্রতি চুম্বনের খাস হিসেব কষে যাবে।
৪. অস্থিরতারা লোপ পেয়েছে ? মনকে বলব না আজ অস্থির, মন যেন মাতাল সর্দার! মাতাল মানেই অসুন্দর। তবুও রোদ, বৃষ্টি, ঝড় সবটাই অনুভব করে চলে যাচ্ছে মন। মাথা থেকে আবার শব্দগুচ্ছ হারিয়ে যাচ্ছে। মাতাল ভাঁড়ের বর্ণনা রয়ে যাচ্ছে অসমাপ্ত!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



