১. মৃতের কি ভালোবাসা হয়? তুমি কি মৃতকে ভালোবেসেছো? কফিন ছুঁয়ে কি হবে? ভালোবাসা সেখানে মৃত
২. কফিনে নিথর দেহের বুকে কাপড় নেই। বুকে নীল চিহ্ন আজীবন পোষা ব্যথাগুলো দেখছো? শুধু একবার স্পর্শে তোমার আঙ্গুল সব ব্যথা শুষে নিত। এখন ছুঁয়ো না, লাভ হবে না, বড্ড দেরী হয়ে গেছে যে!
৩. বুকপকেটে পাওয়া সুইসাইডে নোটটি ছিল একটি শ্বেতপত্র; ছিল নৈঃশব্দ্য! একাকীত্ব এক নৈঃশব্দ্য! ব্যর্থ! চিঠির দিকে তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে শব্দ খোঁজার বৃথা চেষ্টা। আজ তাহলে সবাই জানো আমার কল্পনার ছিল অসুখ।
৪. শান্ত মাতালটি আজ কাউকেই কষ্ট দেয়নি। নিজেই নিজের গোরখোদক; নিজেই নিজের এপিটাফে লেখেছে মৃত্যুর তারিখ এবং সময়! আজ আর কবরে এসো না, আজ আর কষ্ট পেয়ো না। একটি স্পর্শ আর একটি চুম্বনের দায় থেকে মুক্তি পেয়েছো। সুখি হও; আজ মৃত্যুর মাঝে তার কষ্টগুলোর সুন্দর পরিসমাপ্তি ঘটেছে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



