তাই তো বলি আকাশটা আজ এতো কাছে মনে হচ্ছে কেনো!
ভালো করে চেয়ে দেখো
টুকরো টুকরো মেঘেরা
উড়ে যাচ্ছে,
ওরা সব আমারই আর্দ্র অপরাজিতা,
কে বলে ভালোবেসে ভুল করেছি?
আমি আজ আকাশকেও দিতে পারি
বৃষ্টির উপলক্ষ্য! -তবু তোমাকে
একটু ছুঁতে পারি না,
পারিনা এতোটুকু ভালোবাসতে
তুমি আকাশের চেয়েও বড় হয়ে গেছো।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



