ঘটনাঃ
এইতো একটু আগে একবন্ধুর সাথে দেখা করতে বের হইসিলাম ।
তো যথারীতি হাঁটতেছিলাম ।
একটা চারতলা বাসার সামনে আসতে না আসতেই দ্রিম কইরা একটা আওয়াজ হইলো ।
ভয় পাইয়া দুই হাত পিছাইয়া গেলাম ।
নিচে চাইয়া দেখি একহাত সমান দুইটা কাঁঠাল আমার দুই/তিন হাত দূরে পইড়া আছে !:O
ভাগ্যিসরে ভাই ,কাঁঠাল দুইটা আমার মাথায় পড়ে নাইক্কা !
নাইতে গেচিলাম আজকা :-|
এতোদিন মাইনষের মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইলাম আর আজকা কিনা কাঁঠাল আক্রমণের কবলে পড়লাম !:-(
বিঃদ্রঃ ঐ চারতলা বাসার তিন নম্বর ফ্লোরে একটা সন্দরী মাইয়া থাকে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



