
মিলেনিয়াল সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, মাশরাফিদের আমলে তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সবচেয়ে বলার মতো ছিল তাদের অ্যাপ্রোচটাঃ হারার আগে না হারার চেষ্টা করত তারা, অথবা আজাইরা কেয়ারলেস অ্যাপ্রোচ ছিল না বললেই চলে তাদের সময়কার টিমের।
আর এই কথিত জেনজি তানজিদ, পারভেজ ইমন, হৃদয়, রিশাদ, জাকের-ফাকেরদের আমলে বাংলাদেশের সেই অ্যাপ্রোচ বা মাইন্ডসেটটাও আর নেই! ভীষণ কু*ৎসিত, জঘ*ন্য, নি*র্লজ্জ, দায়িত্বজ্ঞানহীন, অনুতাপহীন এই জেনজিদের সময়কার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশের জেনজিদের বেশিরভাগই যেমন বেজলেস, কাণ্ডজ্ঞানহীন, মস্তিষ্কহীন ভাঁড় একেকটা, ঠিক তেমনি এই জেনজিদের ক্রিকেট টিমটাও...!
পঞ্চপাণ্ডব থাকা অবস্থায় হারলেও সেই খেলায় সেরাটা চেষ্টা করতো। এরা চলে যাওয়ার পর একেবারে হযবরল হয়ে গেছে।
পঞ্চপাণ্ডবদের সাথে এই ক্রিকেট টিমের পার্থক্য আসলে মিলেনিয়ালদের সাথে জেন জিদের পার্থক্য। যদিও সব জেন জি এমন না, তবে বেশিরভাগই এমন...!
ক্রিকেট ম্যাচ তো ক্রিকেট ম্যাচ, অন্যান্য দিক দিয়ে জেন জি'রা আসলে কেমন?? জেন জি'দের নিয়ে বিস্তারিত কয়েকটি লেখা লিখেছি এই ব্লগেই!
জেন জি'দের নিয়ে এই ব্লগেই আমার লেখাগুলো দেখে আসতে পারেনঃ
লিংক ১ঃ Click This Link
লিংক ২ঃ Click This Link
লিংক ৩ঃ Click This Link
লিংক ৪ঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


