
নদী ও গোলাপ।। শেখ আহমেদ ফরহাদ
পৃথিবীর বাগানে কয়টা গোলাপ ফোটে নিরন্তর
পৃথিবীর হৃদয় থেকে নামে কয়টা নদী অবিরাম
জানিনা কিছু-
তোমার চুলে পাঁচশ কোটি কালো গোলাপের ঘ্রাণ
তোমার হৃদয়ে পাঁচশ কোটি ভরা নদীর উত্থান
জানি এইটুকু-
মেয়ে গোলাপের নির্যাস পানে মাতাল হওয়া যাবে কি
পাঁচশ কোটি নদীর জলে ভেসে ভেসে এক জীবন ?
প্রকাশিতঃ প্রতিকথা
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




