খাঁড়ান। প্যাচাল পাড়োনের আগে পিসির রিকোয়ারমেন্ট ... ধুরু ... কনফিগারেশান লিইখ্যা লই।
Processor : Intel Pentium dual core 2.20 Ghz (32 bit)
Ram : 2 GB (এইবার আরো ২ জিবি কিইন্যা ৪ জিবি করুম!)
Graphics : 814 MB built in
Motherboard model : Gigabyte G41-MTES2L
এইবার কামের কথায় আহি।
গ্রাফিক্স কার্ড আসলে আমার লাগব না, আমার এক বন্ধুর লাগব।
বন্ধুর বাজেট হইতাছে গিয়া ৮৫০০ হাজার। এই মইধ্যেই গ্রাফিক্স কার্ড আর র্যাম কিনব। র্যামের পিছনে ত তেমন খরচাপাতি নাই। যা যাইব সব এইডার পিছনেই।
অহন বাজেটখান ১০ হাজারও হইতে পারে। কাজেই ব্লগারদের অনুরোধ এই বাজেটের মধ্যে একখান ভাল গ্রাফিক্স কার্ড সাজেস্ট করেন।
ও আচ্ছা। আসল কথাই কই নাই। বন্ধু আবার PSU কিনতে পারত না। ট্যাহা নাই। তাই এই শর্তখানও একটু মাথায় রাখন লাগব।
So, suggestion please!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




