কবিতা
আমি যে কবিতা লিখেছিলাম;
এক পরিযায়ী শ্বেতশুভ্র পাখির পালকে।
সে ফিরে গিয়েছিল সাইপ্রাস ধরে;
আমার কবিতাখানি নিয়ে।
আমি যে কবিতা লিখেছিলাম;
দুরের নীলাকাশ দিয়েছিল বিশালতা,
রাতের চাঁদ দিয়েছিল স্বপ্নের উষ্ণ।
কোথায় সে চাঁদ,সে রাত।
আজ আমি কবিতা লিখি পদ্ম পাতায়
বারে বারে সে যে তার ছন্দ হারায়।
গড়িয়ে পড়ে পানি,
নিয়ে আমার কবিতাখানি।
আমার কবিতাখানি,
আজ কি শুধুই পদ্ম পানি
স্বপ্ন দেখি,আসবে নতুন পাখি
লিখব আবার নতুন কবিতাখানি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



