দ্বিধান্বিত গোধূলি
আজ এই অচেনা অবেলায়
দাঁড়ালে মনের দুয়ারে গোধূলি বেলায়।
কাল তো তুমি ছিলে খুব চেনা
আজ তবে কেন হলে এত অচেনা।
সর্বগ্রাসী কুয়াশা তার ধরেছে ঘিরে
আপাদমস্তক,সবকিছু,সবকিছুকে
আজ তুমি অপরিচিতা,অপরাজিতা ও
তবে কেন গোধূলি বেলায় রং বদলাও
মৃদু আলোছায়ায়,নির্মম গোধূলি বেলা
তোমাকে যে লাগে আজ বড্ড অচেনা
গোধূলি,সে যে কাপুরুষ।
তা শ্রদ্ধা জানে না।
জানে না ভালবাসতে,
জানে শুধু প্রয়োজন মেটাতে।
আমি না হয় হলাম রবি
নয়ত শুধুই নিকষ রাত্রি
আর থাকুক পড়ে গোধূলি
সে তো চিরকালই ধূলি…
সৌরভ হাসান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



