জীবনের পদচিহ্ন
১
অন্তহীন নীল জলরাশির বুকে একটু খানি আবির রাঙ্গিয়ে;সেই আবিরেই মুখ লুকায় সূর্য। হঠাৎ করেই নিরবতা নেমে আসে অন্তহীন নীল জলরাশির বুকে। সারাদিনের চাঞ্চল্যতা ছাপিয়ে পারাবার অশান্ত বুক হয়ে ওঠে আচার্য্য রকম শান্ত। বালুকাবেলায় জীবনের সন্ধানে আসা শত শত মানুষকে চলার পথের পাথেয় জোগাতে জোগাতে,দিন শেষে সে হয়ে পড়ে ক্লান্ত। তবুও শত ক্লান্তি পিছে ফেলে, চুরি যাওয়া চাঁদের আলোতেও সে প্রহর গুনে সন্ধানী মানুষের। নতুন জীবনের সন্ধান দিতে,নতুন ভোরের স্বপ্ন বোনাতে। এই সুমুদ্র তীরে।এক ঘোর লাগা পূর্ণিমা রাতে দেখা যায় নতুন পদচিন্হ ।নতুন পথিকের আভাস। এই বালুকাবেলা ধরে বহুদুর থেকে ,অতি সন্তর্পণে, এগিয়ে আসে এক ক্লান্ত ছায়ামূর্তি.
আমি নিলাদ্রি শেখর। জীবনের চাওয়া পাওয়ার হিসেব মেলাতে গিয়ে হয়েছি ক্লান্ত,এক অতৃপ্ত চেতনায় মগ্ন হয়েছি প্রতিদিন...প্রতিরাতে এই পারাবার তীরে বসে ভাবি...ভাবতেই থাকি... মৃত্যুর মতই অন্তহীন সে ভাবনা...
২
ঘোর লাগা আমাবস্যার রাতে ভাবি ; যে জীবন দুঃখ ছাড়া কিছু দায় নি,সে জীবন তো অর্থহীন। আর অর্থহীন কোন কিছুই প্রকিতি সহ্য করে না। প্রকিতির আমোঘ নিয়মেই তা হারিয়ে জায়...তবে আমার অন্যথা হবে কেন।
আধ ময়লা ছেড়া প্যান্ট ,রং জ্বলা পুরন শার্ট আর ঘোলাটে চোখে,পরাবাস্তব জগত এর কোন এক ভ্রান্ত পথিকের মতই ভারী দুটো পা কোনমতে টানতে টানতে এগিয়ে যাই অনন্ত পানে। মৃত্যু নেশায়। হঠাৎ করেই অনুভব করি ,নীল জলরাশি একটু একটু করে আমায় ছুয়ে দিচ্ছে...বিমূঢ়তা নিয়ে দাড়িয়ে পড়ি। শান্ত কোমল স্রোতের টানে একটু একটু করে পায়ের নিচ থেকে বালি সরে যেতে থাকে।সেখানে খালি জায়গা পূরন করে নতুন বালি কনা। হাল্কা মিষ্টি অনুভুতি...ধিরে ধিরে কোমল প্রশান্তি আমায় ছেয়ে ফেলে।...কে যেন বহুদুর বহুদুর থাকে আমার কানে কানে ফিশফিশিয়ে বলে,' এটাই জীবন। ছোট ছোট ভাললাগা ভালবাসাই জীবন...জীবিত থাকার নামই জীবন। আর কি চাই বল'
হঠাৎ খুব হাল্কা লাগতে শুরু করে। যে সুমুদ্রে দেখেছিলাম মৃত্যুর হাতছানি হঠাৎ তাতেই দেখি শত শত প্রান। প্রানের আহবান।প্রানের আশায় শত শত নৌকা ভাসে জীবন সুমুদ্রে...সে নৌকার মৃদু আলোতেও আছে প্রান।যে বলিষ্ট হাত ধরে রাখেছে নৌকার দাড়,তার মাঝেও আছে প্রান। চারিদিকে প্রানের আহ্বান...
যেটুকু নির্লিপ্ততা নিয়ে গিয়েছিলাম,তার থাকে বহুগুণ বেশী বাঁচার আনন্দ নিয়ে দীপ্ত পদক্ষেপে ফিরে আসি।
৩
ভোরের গাংচিল জীবনের সন্ধানে উড়াল দেয় আকাশে।তার সন্ধানী চোখ দেখে বালুকাবালায় টেনে হিঁচড়ে যাওয়ার ম্রিয়মান দাগ,আর তার পাশেই ফিরে আশা দীপ্ত গভীর পদক্ষেপ। যার প্রতিটি এগিয়ে যায় নতুন ভোরের দিকে। নতুন প্রানের উচ্ছলতায়.....................
সৌরভ_হাসান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



