আকাশ মেঘলা থাকতেই হঠাৎ আলোর খেলা
সাথে পরিস্কার নীল আকাশে সাদা মেঘের ভেলা।
এর মাঝে একটু বৃষ্টির পর গাড় সবুজ চালতা পাতার ফাঁকে
সাদা সবুজে মেশানো চালতা ফুল যা সচরাচর দেখা যায়না।
আমার ভাললাগা সবার সাথে ভাগ করে নিলাম।
আশা করি ভাল লাগবে।

হালকা সবুজ আর কালচে সবুজের ফাঁকে দুরের আকাশের সাদা কালো মেঘ আর তীব্র নীল আকাশের মিশে একাকার হয়ে যাওয়া প্রকৃতির অপরূপ সুষমা

নতুন সবুজ পাতার সাথে ছোট্ট সবুজ চালতা যেন সবুজ পাতার আঁচলে জেগে উঠা জীবন

নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ

ফুলের পাপড়িতে মৌমাছির ভালবাসার ছোঁয়া

উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার

নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ ২

উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার ২

উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার ৩

নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ ৩
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




