কয়েকদিন আগে আমি রেপিডশেয়ার এ প্রিমিয়াম একাউন্ট পাওয়ার একটা নিয়ম দিয়ে পোস্ট দিয়েছিলাম। সেখানে এ ডব্লিউ সারভে সাইটের রেফারাল লিন্ক দিয়েছিলাম, যাতে আমি পয়েন্ট পাই। সত্যি বলতে কি, আমি তখনো এ সম্পর্কে নিশ্চিত ছিলাম না। অনেকটা যাচাই করার উদ্দেশ্যেই দিয়েছিলাম। সারভে আর আপনাদের আমার লিন্কে ক্লিক করার সুবাদে আমার পয়েন্ট ৭৫ ডলার ছেড়ে যায়, যে পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। কারণ ন্যূনতম ৭৫ ডলার হলেই তা উত্তোলোন করা যায়। আমি মানি রিডিম করলে তারা মেসেজ পাঠায় যে আর ৫ দিনের মধ্যে আমার পেপ্যাল একাউন্টে ৫০ ডলার পাঠাবে (বাকি ২৫ ডলার নাকি মানি ট্রান্সফার চার্জ (?!) )। আজ ষষ্ঠ দিন চলছে, টাকা পাঠানোর নাম গন্ধ পর্যন্ত নেই। জানি না সামনে আদৌ পাঠাবে কিনা।
আমি হয়তবা ধোকা খেয়েছি, আপনাদের আর কেউ যাতে ধোকা না খান। ঐ পোস্টটির মন্তব্যে রাগিব হাসান ভাই বলেছিলেন যে ওটা আসলে ভুয়া, কিন্তু আমি নিজেই সত্যিকার ভাবে নিশ্চিত হতে চেয়েছিলাম। যাই হোক, এবার থেকে অন্তত যেকোনো রিউমার শুনেই তা বিশ্বাস করবো না, অন্তত সামান্য যাচাই করবো।
ব্লগারদের ও পাঠকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



