আয়নার আমি (নারী )
আমাকে আমি চিনি কিন্তু আয়নার ঐ মেয়েটিকে
চিনতে পারি না।বয়স হয়েছে তবুও এখনো
কি টান টান চামড়া।কালো কুচকুচে চুল কোথাও
সাদার চিহ্ন নেই।টিকলো নাকে হীরের নাকছাবি।
আমার পোষাক আর ওর পোষাক একই।আমারই
মতো বটুয়া,ব্লাঊজ় শাড়ী ইনার ওয়্যার ।রুমাল
রোদচশমা মোবাইল পায়ের জুতো। শেকলের মতো মোটা
সোনার হার ।কপালের টিপ বালা,চুড়ি দুল আংটিগুলো ।
আমি জীবন্ত সেপ্টিক ট্যাংক কি নেই আমার মধ্যে?গোখাদ্য
থেকে মানুষীরক্ত কিই বা খাইনা আমি?নোংরাতে ডোবা
গায়ের গন্ধ পারফিউমে ঢাকা।শ্বাগোত্রীয় হাজার দ্বিপদ
আমার পায়ে পায়ে ।আমি আধুনিক বিনেত্রী।কঠিন কালো
অন্ধকারে আমার ভেতর ঠাসা।এতো কদর্য্য আমি ।কখনো
কখনো নিজেই নিজেকে ভীষণ ঘেন্না করি।অথচ এ কি জটিল
ধাঁধা ।বিনেত্রী আমিই একাই দাঁড়িয়ে অন্য কেউ তো নেই-
তবু আয়নার ঐ মেয়েটির সাথে মিলছেনা কিছুতেই।
না না-মিলছে এবার!মিলেছে এবার! কী ভয়ানক চোখ
ওর চোখ আর আমার চোখে কী ভয়ানক মিল।
শুধু চোখের জন্যে মানতে বাধ্য ঐ মেয়েটি আমি।
আয়নার আমি (পুরুষ)
আমাকে আমি চিনি
কিন্তু আয়নার ঐ লোকটিকে
চিনতে পারি না।
বয়স হয়েছে তবুও এখনো কি টান টান চামড়া
কালো কুচকুচে চুল কোথাও সাদার চিহ্ন নেই।
মুখে মোহন হাসি - ঝকঝকে সাদা দাঁতে।
আমার পোষাক আর ওর পোষাক
একই।
টাই স্যুট মোজা শার্ট বেল্ট আর ইনার ওয়্যার রুমাল।
হাতের মোবাইল চোখের চশমা পায়ের জুতো।
শেকলের মতো মোটা সোনার হার
একদম এক হাতের আংটিগুলো
যার একটি প্ল্যাটিনাম।
আমি জীবন্ত সেপ্টিক ট্যাংক
কি নেই আমার মধ্যে?
গোখাদ্য থেকে মানুষীরক্ত কিই বা খাইনা আমি ?
নোংরাতে ডোবা গায়ের গন্ধ পারফিউমে ঢাকা
শ্বাগোত্রীয় হাজার দ্বিপদ আমার চতুর্ধারে
কঠিন কালো অন্ধকারে আমার ভেতর ঠাসা।
এতো কদর্য্য আমি
একা কখনো নিজেকে নিয়ে লুকিয়ে ঘেন্না করি।
অথচ আয়নার ঐ লোকটির সাথে কিছুইযে মেলেনা।
না না মিলেছে এবার মিলেছে
কী ভয়ংকর চোখ
ওর চোখ আর আমার চোখে কী ভয়ংকর মিল।
শুধু চোখের জন্যে মানতে বাধ্য ঐ লোকটি আমি।
সত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



