সম্রাট
জওহর লাল সেন
পথ চলতে চলতে
ট্রাফিকের লাল হলুদ সবুজ আলোয়
দেখি তোমার মুখ ।
সম্রাট আমি -
যদিও মুকুটের চারিদিকে অনেক কৃষ্ণ-গহ্বর
পৃথিবী সীমাবদ্ধ দুখানি তপ্ত ঠোঁটে ।
হে নারী -
মৃত্যুর গন্ধ নিয়ে উঠে আসা আমার শরীরে
তোমার আতপ্ত নগ্নতা দেয়
অমৃতের সৌরভ ।
বিস্ফোরিত আমার হৃদয়
গড়ে বালুচরে জীবনের স্পন্দন ।
উদ্বেলিত সমুদ্রের জল
মোহনায় জন্ম নেয় মহীরূহ ।
সম্রাট আমি -
মুকুটের চারিদিকে অনেক রোদ আলো হাওয়া
পৃথিবী সীমাবদ্ধ দুখানি তপ্ত ঠোঁটে ।
------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



