আমার প্রিয়ার মুখ
জওহর লাল সেন
প্রতিদিন ভোর হয় বসন্তের ছোঁয়ায়
খরা বন্যা সণ্ত্রাস অনিবৃতি
কোন খবরের প্রবেশ নিষেধ
শুধুই নিরুদ্বিগ্ন নিঃশ্বাস নিভৃতি।
এখন লোডশেডিং মধ্য বৈশাখ
আদিগন্ত ঝলসানো উত্তাপ
জলস্তর নেমে যাচ্ছে ভূগর্ভের গভীরে
দিঘীর জল ছুঁয়েছে শেষ ধাপ ।
মরুঝড়ে বালিতে মুখ গোঁজা
উটের আত্মপ্রবঞ্চণা এ নয় ।
শীতার্ত মাঝরাতে
চিতায় ওম খোঁজা পিঠ এ নয় ।
এ এক নিশ্চিত অনিরুদ্ধ প্রত্যয়
আমার প্রিয়ার মুখ অপরূপ ভোরের আলোয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



