শ্রীলেখাকে
জওহর লাল সেন
শ্রীলেখা - দেখতে পাচ্ছো ভাঁটার টান ?
শুধু জলে নয় - এই ডাঙ্গায়ও ?
বড় সুখ এই ভাঁটার টানে
গা ভাসিয়ে দিলেই হ’ল
নামবো কি না ভাবতে হয়না
নেমেই যাবো
নিশ্চিত ।
আমার মনে তোমার মনে
এই শরীরে ঐ শরীরে
ছড়িয়ে যাচ্ছে সর্বত্র
সর্বনেশে ভাঁটার টান ।
বুকটা ফাঁকা তোমারও কি ?
আমার ফাঁকা ।
বুকের ভেতর হৃদয়টা নেই
ভেসে গেছে ভাঁটার টানে
হৃৎপিণ্ড আটকে আছে হাডের খাঁচায়
তোমারও কি ?
কোন সাগরে যাচ্ছি ভেসে তা জানিনা
তুমি জানো ?
আমি জানতাম - ভুলে গেছি -
জানাজানি হারিয়ে গেছে ভাঁটার টানে - তোমারও কি ?
তবু
তোমার দুচোখ বন্ধ কর
এই সময়টা থেকে থাকুক তোমার চোখে
গোনাগুণতি ক’জন আজো আছে খাড়া,
তাদের জন্যে এই সময়টা থামিয়ে রাখা খুব জরুরী
শুনেছো কি ?
-----------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



