তোমার কি অনেক ক্ষমতা; কতটা ক্ষমতা তোমার? তুমি কি পার- একটা মানুষকে মূহু্র্তে জীবন্ত লাশ বানাতে? পার কি কারো মায়া কাড়া চোখের দৃষ্টি কেড়ে নিতে, শ্রবন শক্তি কেড়ে নিতে, সবাক মানুষ কে নির্বাক করে দিতে, একজন সচল মানুষের চলার শক্তি বিনা নোটিশে কেড়ে নেবার ক্ষমতা কি তোমার আছে? মানুষটা যেন পাথরের মতো স্তব্ধ হয়ে জড় পদার্থে পরিনত হয়। তার পর ধীরে ধীরে সেই পাথরটা নরম বালির ঢিবিতে পরিনত হবে।অত:পর একটা দমকা হাওয়া এসে সেই বালির ঢিবিকে উড়িয়ে নিয়ে যবে। কোন চিহ্ন থাকবে না সেই বালির..পাথরের.. অথবা মানুষটার..
পার বৈকি- খুব পার! কি অসীম তোমার ক্ষমতা! কত সূক্ষ তোমার পরিকল্পনা। যে পরিকল্পনার মাঝে বিন্দু পরিমান ফাঁক নেই, নেই কোন রকম খুঁত।কতটা স্বাভাবিক ভাবেইনা তুমি ঘটনার জাল বুনে যাও- এক সুতা থেকে আরেক সুতায়; এক ঘর থেকে আরেক ঘরে। কত সহজেই না তুমি দিন কে রাতের মতো আঁধারে ঢেকে দাও... কাঠ ফাটা রোদে বৃষ্টি ঝড়াও... শান্ত নদীর বুকে বইয়ে দাও খরস্রোতা বান !! না - থাক; নদী নিয়ে আজ কিছু বলবনা।
...নদী যে তার খুব প্রিয় ।।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



