পহেলা বৈশাখ মানেই তো পান্তাভাত আর ইলিশ।
কিন্তু এবার হলো ব্যতিক্রম।
খেতে হলো নষ্ট হবার ভয়ে তুলে রাখা শুকনো রুটি আর আলু ভর্তা।
এখন ভাত আর রুটি সমানে সমান।
তাই প্রোটিন বেশী থাকায় রুটিকেই বেছে নিয়েছি।
আগে মাসিক বেতন-ভাতা থেকে ঘরভাড়া আর ডিপিএস জমিয়ে যা উদ্বৃত্ত থাকতো তা রেখে দিতাম জীবনবীমা'র প্রিমিয়াম জমা দেবার জন্য।
কিন্তু এখন ঘাটতি পুরণ করতে হেচ্ছে স্ত্রীর ত্রৈ-মসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রের টাকা থেকে।
পিমিয়াম জমা দিতে হলে ঋণ নিতে হবে।
আগামী বৎসর দুই বাচ্চাকে উচু স্কুলে ভর্তি করতে হবে।
বাড়তি ব্যয় কিভাবে সমলাবো ভাবছি।
আপনাদের অবস্থা কেমন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



