ইহা একটি দুর্বল কনস্পিেরেসি থিওরী, ফানের জন্য পড়তে পারেন; না'পড়লেও চলবে: গাজীপুরে বেশ বন্ধুত্বপুর্ণ পরিবেশে, একটি সুষ্টু নির্বাচন হয়েছে; বিএনপি-জামাত, ইসলামী দল, সবাই নিজের মতো করে খুশী। বিএনপি-জামাত একটু বেশী খুশী যে, তারা এখানে বিদ্রোহী আওয়ামীদের সাথে বন্ধুত্ব করে শেখের বেটীর বিদ্রোহী গ্রুপকে ভোট দিয়েছে; আওয়ামী লীগ বিভক্ত হয়েছে, এবং শেখের বেটির প্রার্থী পরাজিত হয়েছে , শেখের বেটী জব্ধ হয়েছেন। কিন্তু দিনের শেষে ভোট চলে গেছে আওয়ামী ঘরানার কাছে। ২/৪ দিন পর, জায়েদা খাতুন নেত্রীর সাথে দেখা করতে যাবেন; নেত্রী ফুল দিয়ে বরণ করে নেবেন। তারপর, এমপি ভোটের পর, কোন একদিন উনার ছেলের মতো উনাকেও বিদায় করে দেবেন।
আওয়ামী লীগ বড় দল, দলের উপর শেখ হাসিনার কন্ট্রোল কমে এসেছে; এমপি ভোটে মোটামুটি প্রতিটি সীটে বিদ্রোহী প্রার্থী থাকবে; শেখ হাসিনা কোন অবস্হায় "তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন" দিবেন না; তখন বিএনপি'র একটা কাজ করতে পারে, সব সীটে শেখ হাসিনার বিদ্রোহীকে প্রার্থীকে ভোট দিয়ে, বিদ্রোহী প্রার্থীকে জয়ী করে, শেখ হাসিনাকে অপদস্হ করতে পারে।
বিএনপি যদি আওয়ামী লীগে বিদ্রোহীদের সাথে হাত মিলায়, নির্বাচন অনেক বন্ধুত্বপুর্ণ হবে; বিএনপি'র লোকেরা আওয়ামী বন্ধু পাবে; কিছু আওয়ামী তৃমুলের প্রান যাবে, যা ভোটের সময়ের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার; শেখ হাসিনার দর্পচুর্ণ হবে।
ইহা মাত্র কয়েক লাইনের একটা ছোট থিওরী; ইহা গাজীপুরে কাজ করেছে; এমপি ভোটে কাজ করলে সবাই খুশী হবে; এমন কি শেখের বেশী অপদস্হ হলেও, সবার পরে উনিও সামান্য খুশী হতে পারবেন।