যাই হোক –আফটার অল বাঙালি, তাই এই ব্লগে আসি, ভালো লাগে এই ব্লগেরবেশ কিছু পোস্ট,তবে অনেক ব্লগারের নিদিষ্ট কোন কারন ছাড়াই তিব্র ভারত বিরোধিতাভিষণ খারাপ লাগে।
যেমন-এটা নাকি একটা নোংড়া সংস্কিতির দেশ,১২৫ কোটির এই দেশ নাকি ভেঙে যাবে---আরো আরো অনেক নোংড়া কিছূ ।
এই সব উব্ব্রর মস্তিস্ক সম্পন্ন প্রতিভাবানদের সাদরে জানাতে ইচ্ছা করে ,যে------
আমারা জানি -আমাদের জাতির পিতা কে-- অনেকদের মত ২ বা ৩ জন নয় ?
রাতারাতি কোন জেনারেল বা প্রধান দাবি কোরে বসেনা--সেই সব্বহন্তা/দন্ড মুন্ডের ,প্রধান কতা।
কেউ বলেনা জাতিয় সংগীত চেঞ্জ কর-- কেউ দাবী তোলেনা সংবিধান থেকে সত্যমেবঃ জ্যয়তে; কথাটি উটিয়ে দাও।
দিল্লী জানে নরমে -গরমে কি ভাবে ২৯ টাকে কি ভাবে চালাতে হয়--- -কেউ কেউ
তো ১ টা বা ৪/৫ টাকে সামাল দিতে নিজেরাই বেসামাল।
এই দেশের ৯৮,৯৯৯% আম আদ্ মী (হিন্দু/মুস্ লিম/শিখ বা অন্যান্য) কে যদি প্রশ্ন করা হয় -যে সে এই দেশ ছেড়ে অন্য কোথাও যাবে কিনা ?-- (শ্রীলংঙা/পাকিস্তান/নেপাল/ভুটাণ/বা্মা কিম্বা অ্ন্য সাক্ দেশ ) কি -উত্তর হবে ,তার জন্য খুব বেশি উব্ব্রর মস্তিস্ক সম্পন্ন হবার প্রয়োজন আছে কি?
বহুবিধ একটা সংস্কিতির একটা দেশ ,ছোটখাট সমস্যার মঝে নিজেদের অথনিতির,বিকাশ/জাতিয় প্রবিদ্ধি ,এমনকি সামরিক/আসামরিক সহ সকল বিভাগে যা উন্নতি কোরেছে--তা অতি বড় নিন্দুক কেউ চুপ করিয়ে দাওয়ার জন্য যথেস্ট্য নয় কি ??
টিভিতে বা সিডিতে বলিউড/কোলিউড না দেখলে (কেউ জোর করে চাপায় না)
বডার ৭ দিন বন্দ থাকলে -বাজার আগুন, একটু ভালো চিকিতসার জন্য ভেলর/চেন্নাই
না এলে --------------------সেই সব আতেলদের মুখে বর-বর কথা মানায় কি?
অতি সস্তায় একটু প্রচার পাবার লোভে মথ্যার বেশাতি করা কিছু ব্লগার কে বলতে ইচছা করে -এসে দেখে যান (না -হলে বড়ভাই/মামা/চাচা/খালু/ফুপা বা অন্ন্যান্ন কেউ তো আসেই চিকিতসার
জন্য-তাদেরকে দেখতে বা জানতে বলুন) এই পশ্চীম বাংলায় -বাংলাদেশের বেশ কিছু চ্যানেল দেখায় কি না?যেমন এখানকার যে লোকাল কেব্লল -তার নাম (সবার কেব্লল) যে টার প্রসারন ৪ টা ডিস্ট্রক (মালদা, উত্তর দিনাজপুর(রায়গঞ্জ),দখখীন দিনাজপুর(বালুঘাট) এবং মুশীদাবাদ) মিলে হয়--- এটিএন বাংলা,দেশ টিভি, মাই টিভি এবং বশাখী টিভি।
এবার সেই সব উ্ননত মস্কক ধারিরা যদি পশ্চীম বাংলার বাহিরে অন্য কোন প্রদেশে বাংলা চ্যানেল খোজেন তো ??-- আমি জানিনা এর উত্ত্রর কি হবে।
আর- ন্যাশ্নাল জিওগ্রফী/ই এস পি এন বা স্টার -এগুলো বিদেশি চ্যানেল -সবাই তা জানে, ---ফেল কড়ি/মাখ তেল , টাকা থাকলে যে কোন প্রগ্যাম বানাও আর চালাও। আমেরিক/ব্রিটেন/চিনা রা -যা হরদমই কোরছে--ব্যাস
শেষে এটুকূই বলতে চাই―একটু ভাবুন-আর দয়া কোরে যে কোন নতুন বা পুরাতন মানচিএ টা দেখুন―ভারতবষ সে দিনও ছিল,আজ ও আছে-----।
আমি বাঙালি, তাই এই ব্লগে আসি, সমালোচনা করুন------দয়া কোরে জাতিয় সত্তা, সংস্কিতি বা জাতিয়তাবাদ সম্পকে নোংড়া কিছূ বলবেন না। আমাদের ও বুকে
লাগে-----------------।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



