
আগামী ৪–১৪ ডিসেম্বর বিজয় বইমেলা: কনটেন্ট নির্মাতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা, ২০২৫: আগামী ৪–১৪ ডিসেম্বর ২০২৫, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। দেশের প্রকাশনা শিল্পকে আরও সৃজনশীল, পাঠককেন্দ্রিক ও আন্তর্জাতিকমানের রূপ দিতে আয়োজকরা এবার বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক পাঠক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ে।
এর অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বুকটিউবার, বুক ইনফ্লুয়েন্সার এবং অনলাইন রিডিং কমিউনিটির শীর্ষ কনটেন্ট নির্মাতাদের সঙ্গে এক মতবিনিময় সভা। সভায় বক্তারা বলেন—নতুন প্রজন্মের পাঠকেরা এখন বড় অংশেই ডিজিটালমুখী; তাই বইমেলাকে আধুনিক ও পাঠকবান্ধব করতে অনলাইন কনটেন্ট নির্মাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকেরা আশা প্রকাশ করেন—এবারের মেলা পাঠকদের জন্য হয়ে উঠবে আরও সমৃদ্ধ, সহজপ্রাপ্য এবং প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতার একটি নতুন দৃষ্টান্ত।
News Source: বিএসএস নিউজ (বাংলাদেশ সংবাদ সংস্থা অনলাইন পোর্টাল)
উল্লেখ্য, আমার নুতুন বই ‘মৃত্যু’ পাওয়া যাবে প্রতিভা প্রকাশন-এর স্টলে।

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


