
১। সম্মানিত ব্লগারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যক্তিগত মতাদর্শের ভিত্তিতে অন্যদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার বা আলোচনার পরিসর সীমিত করার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
২। সামহোয়্যারইন ব্লগ মত প্রকাশের একটি মুক্ত মাধ্যম। এখানে কেউ যদি মিথ্যা বা দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য প্রচার করে, তবে ব্লগারদেরই এগিয়ে এসে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। ব্লগ কর্তৃপক্ষ তাদের পর্যবেক্ষণকালে যদি এমন কোনো পোস্ট বা মন্তব্য খুঁজে পায় যা ব্লগনীতিমালার পরিপন্থী, কেবল তখনই পোস্টটি ড্রাফটে পাঠানো বা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।
৩। সামহোয়্যারইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ, যা ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। যেমন ফেসবুকে প্রকাশিত মতামত, মন্তব্য, ছবি ও ভিডিওর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির উপর বর্তায়, তেমনি ব্লগেও একই নিয়ম প্রযোজ্য। আমরা ইতিপূর্বে স্পষ্ট করেছি যে, এটি কোনো লেখক ফোরাম নয় বরং মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম। তাই ব্লগে প্রকাশিত সকল লেখা, মন্তব্য বা অন্যান্য কার্যকলাপের সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রকাশকারীর।
৪। আমরা আশা করি ব্লগাররা তাদের পোস্টের মন্তব্য নিজেরাই নিয়ন্ত্রণ করবেন এবং প্রয়োজনে আপত্তিকর মন্তব্যকারীকে ব্লক করবেন, যাতে ভবিষ্যতে তিনি আর এমন মন্তব্য না করেন। এখন থেকে পোস্ট মুছে ফেলা বা কাউকে ব্যান করার বিষয়ে সংঘবদ্ধ কোনো দাবি গ্রহণ করা হবে না। তবে ব্লগ সংক্রান্ত অভিযোগ (যেমন ব্লগার, ব্লগ বা মন্তব্য সম্পর্কিত) ফিডব্যাকে মেইল করে জানানো যাবে, যা ব্লগ কর্তৃপক্ষ যথাযথভাবে পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্লগারকে ব্যান করা হতে পারে অথবা অভিযোগটি যথাযথ নয় কেন, তার ব্যাখ্যা প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা:
[email protected]
মন্তব্য ও মডারেশন নীতিমালা
১। ব্লগ পর্যবেক্ষণের সময় যদি কোনো মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ বা আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্ট ব্লগারের অনুমতি ছাড়াই মন্তব্য মুছে ফেলা হবে এবং ব্লগনীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২। বর্তমানে আমাদের মডারেশন টিমের সদস্যসংখ্যা সীমিত এবং ২৪/৭ মডারেশন চালু রাখা সবসময় সম্ভব নয়। পাশাপাশি আমাদের সিস্টেমে কিছু পুরোনো কোডিং-সংক্রান্ত সমস্যার কারণে আপডেটের কাজ নির্দিষ্ট টেক টিমের মাধ্যমেই সম্পন্ন করতে হচ্ছে। ব্লগের পরিবেশ সুন্দর রাখতে সত্যিকারের ব্লগারদের প্রতি আমাদের অনুরোধ, দুঃসহ পরিস্থিতি তৈরি না করে বরং সমস্যা মডারেশন টিমকে জানান। যদি ব্লগ টিম যথাযথ সাড়া না দেয়, তবে সরাসরি মডারেটরদের কাছে ইমেইল করা যাবে:
[email protected], [email protected] [email protected]
ব্লগ টিম ও যোগাযোগ নীতি
নির্দিষ্ট কারণবশত আমরা ব্লগ টিমের সদস্যদের নাম প্রকাশ করছি না। অতীতে লক্ষ্য করা গেছে, তাদের পরিচয় প্রকাশিত হলে কিছু অপ-ব্লগার ব্যক্তিগত আক্রমণ ও ইমেইলের মাধ্যমে হুমকি দিয়েছেন, বিশেষ করে ব্লগ টিমের সদস্য হিসেবে কাল্পনিক_ভালোবাসা-কে সাম্প্রতিক সময়ে এই ধরনের বেশ কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এ কারণে আমরা তাঁকে ব্লগ টিমের সদস্য পদ থেকে প্রত্যাহার করেছি।
তবে, তিনি সামহোয়্যারইন ব্লগের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুসারে ব্লগ পরিচালনায় সহায়তা করবেন। যদি কোনো ব্লগার ব্লগ টিমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন বা সমস্যার সমাধান না পান, তাহলে কাল্পনিক_ভালোবাসার সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগকেই প্রাধান্য দেওয়া হবে।
ব্লগ সম্পর্কিত গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য
সামহোয়্যারইন ব্লগ সম্পর্কে মিথ্যা তথ্য বা কুৎসা রটনা করা হলে সংশ্লিষ্ট ব্লগারের ব্লগিং সুবিধা তাৎক্ষণিকভাবে সীমিত করা হবে এবং যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার ব্লগিং সুবিধা স্থগিত করা হতে পারে। আমরা ব্লগারদের মানসম্মত ব্লগিংয়ে উৎসাহ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বুদ্ধিবৃত্তিক আলোচনা নয়, এমন অপ্রয়োজনীয় বিতর্ক বা উদ্দেশ্যমূলক ক্যাচাল পরিলক্ষিত হলে তা মুছে ফেলা হবে।
নির্বাচিত পোস্ট ও নতুন আপডেট
সিস্টেম আপডেটের পর নির্বাচিত পাতাকে আরও সক্রিয় ও গতিশীল করতে, আমরা পূর্বের মতোই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিছু ব্লগারকে পোস্ট নির্বাচক হিসেবে কাজ করার আমন্ত্রণ জানাতে পারি। এই দায়িত্ব শুধুমাত্র দায়িত্বশীল ও অভিজ্ঞ ব্লগারদেরই প্রদান করা হবে। আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা তাদের প্রকাশিত লেখা, ব্লগিং ইতিহাস ও সামগ্রিক কার্যক্রম বিবেচনা করব, যাতে নির্বাচিত পাতা মানসম্মত ও প্রাণবন্ত থাকে।
আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আমাদের সাথে থাকার জন্য।
নির্দেশনায়,
সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


