প্রিয় ব্লগারবৃন্দ,
আমরা পূর্বের নোটিসে জানিয়েছিলাম, কারিগরি ত্রুটির কারণে মডারেশন সাময়িকভাবে বন্ধ থাকায় কেউ যদি ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আপত্তিকর কনটেন্ট বা মন্তব্য পোস্ট করেন, তাহলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডিগুলো কোনো পূর্ব নোটিস ছাড়াই স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।
দুঃখজনকভাবে, আমাদের অনুরোধ সত্ত্বেও কিছু ব্লগার মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণভাবে উপস্থাপন করছেন, যা ব্লগের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—যেকোনো বিষয়ের যৌক্তিক আলোচনা আমরা স্বাগত জানাই, তা যত রক্ষণশীল বা র্যাডিকাল হোক না কেন, তবে মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের কুৎসা বা অযৌক্তিক বিতর্ক গ্রহণযোগ্য নয়।
ফলস্বরূপ, আমরা ইতোমধ্যে একটি ব্লগ নিক স্থায়ীভাবে নিষিদ্ধ করেছি। নীতিমালার আওতায় আনা ব্যক্তি বা ব্যক্তিরা যদি নতুন নিক রেজিস্ট্রেশনের মাধ্যমে পুনরায় একই কার্যকলাপে লিপ্ত হন, তাহলে সেই নিকগুলোকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।
আমাদের আন্তরিক অনুরোধ সত্ত্বেও যারা ব্লগের পরিবেশ নষ্ট করবেন, বিশেষ করে আলোচনার নামে প্রপাগান্ডা, বিদ্বেষমূলক মন্তব্য বা ব্লগের নীতিমালার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সাইবার অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। ব্লগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডির গোপন তথ্য (যেমন নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য, লগইন সংক্রান্ত আইপি ও ম্যাক অ্যাড্রেসসহ অন্যান্য সংবেদনশীল ডেটা, যা আমরা সাধারণত সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
অনুগ্রহ করে ব্লগ সংক্রান্ত সমস্যায় উদ্বিগ্ন হবেন না। কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিক মডারেশনে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই বাংলা ভাষার বৃহত্তম এই প্ল্যাটফর্মটি এখনো ব্যক্তিগত অর্থায়নে, নানা প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও সচল রাখা সম্ভব হচ্ছে।
আপনাদের আন্তরিক সহযোগিতা এবং স্বদিচ্ছা ছাড়া ব্লগের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই, অনুগ্রহ করে আমাদের সহযোগিতা করুন।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


