এক বিশ্ব, একই স্রষ্টা। স্রষ্টা এক হলেও নানা নামে তাকে স্মরণ করেন মানব জাতি। তবু অনেক বৈষম্য। দ্বন্দ্ব-সংঘাত, হিংসা-বিদ্বেষ, যুদ্ধ, সন্ত্রাস মানব সভ্যতাকে অন্ধকার তিমিরে নিয়ে যাচ্ছে।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই ফিলোসফি হবার কথা ছিল মানবতার প্রধান শর্ত। কিন্তু বিশ্বময় আজ ধর্মীয়-সাম্প্রদায়িক উন্মাদনা মানব সভ্যতার জন্য এক মহা হুমকি।
ধর্মীয় অনুভূতি-বিশ্বাস নিতান্তই ব্যক্তিমগত বিষয়। কিন্তু তবুও সমাজ-রাষ্ট্রীয় কাজকর্মে আজ ধর্মের ব্যবহার ভয়াবহ আকার নিচ্ছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার বেড়ে যাওয়ায় মানবতার ওপর লাঞ্ছনা-বঞ্চনা বাড়ছে।
বিশ্বশান্তি আজ সোনার হরিণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



