যে জিনিস যত খাটি, তার নকল তত বেশি হয়। তাই বলে দোষ সেই খাঁটি জিনিসের? ইসলামের নাম ব্যবহার করে কেউ বোমা বানালো না মানুষ খুন করলো, তার জন্য ইসলাম দায়ী? এই উদ্ভট তত্ত্বটা যে দাঁড় করিয়েছে, তাকে একটা মাইনাস দিয়ে এসেছি।
ইসলাম কোন মানুষের রচিত জীবন বিধান নয়। বিশ্বজগতের দৃশ্যমান ও অদৃশ্য যা কিছু আছে তার যিনি স্রষ্টা, সেই চীরঞ্জীব সত্ত্বার দেয়া বিধানের নাম ইসলাম। এ বিধানে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর যা, তা-ই দেয়া হয়েছে। মানুষের তৈরী কোন মতবাদ বা জীবন ব্যবস্থা কখোনো স্রষ্টার দেয়া বিধানের মত কল্যাণকর হতে পারেনা।
কথা অনেক বলা যায়, শুধু এতটুকুই বলবো, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা মুক্তবুদ্ধির চর্চার সর্বোচ্চ সুযোগ দেয়া হয়েছে যে জীবন বিধানে, তার নাম ইসলাম, ইতিহাস স্বাক্ষী। যারা মুক্তবুদ্ধির চর্চার স্লোগান অতিমাত্রায় দিয়ে থাকে, তাদের হাতেই মতপ্রকাশের স্বাধীনতা সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে, মুক্তবুদ্ধির চর্চা ব্যহত হয়েছে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



