জাতি হিসাবে আমরা কেমন? প্রায় মনে এই ভাবনা আসে, নানান দিকের চিন্তা মাথায় ভরে উঠে! অনেকে বলেন জাতি হিসাবে আমরা সারা বিশ্বে সবচেয়ে খারাপ! আসলে কি তাই! জাতির এই অবস্থা পূর্নমাত্রায় দেখতে গেলে মুলত বিদেশও যেতে হয়, বিদেশে আমাদের জাতির সন্তানেরা কি আচরণ করছে তাও দেখতে হয়! দেশে তো অবশ্যই! তবে আসুন প্রথমেই কিছু শব্দের সংজ্ঞা দেখি!
সমাজ - সমাজ হলো একটি সামাজিক সংগঠন যেখানে মানুষ একটি নির্দিষ্ট অঞ্চল, সংস্কৃতি, এবং সম্পর্কের মধ্যে বসবাস করে। এটি সাধারণত বিভিন্ন রীতিনীতি, আইন-কানুন, এবং মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হয়। সমাজের মূল উদ্দেশ্য হলো একসাথে বসবাস করা এবং একে অপরকে সাহায্য করা, যাতে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জীবনযাপন সম্ভব হয়।
পরিবার - পরিবার হলো মানুষের সবচেয়ে ছোট সামাজিক ইউনিট যেখানে একসঙ্গে বাস করে এবং একে অপরের প্রতি দায়িত্ব পালন করে। পরিবারের সদস্যদের মধ্যে সাধারণত রক্তের সম্পর্ক থাকে, তবে বন্ধন সবসময় বায়োলজিক্যাল হতে হবে না। এটি মানসিক, সামাজিক এবং আর্থিক সহায়তা প্রদান করে। পরিবারের মধ্যে মায়া, মমতা, এবং ভালবাসার মতো আবেগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো সামাজিক নীতি ও মূল্যবোধ শিখে, যা পরে বৃহত্তর সমাজে তাদের আচরণে প্রতিফলিত হয়। পরিবার মানুষের জীবনে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করে।
মানুষ - মানুষ হলো সেই জীব যে বুদ্ধি, বিবেক, এবং সামাজিকতার সাথে আচরণ করে। মানুষের নিজস্ব মূল্যবোধ, সংস্কৃতি, অনুভূতি, এবং সমাজে থাকা রীতিনীতির মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হয়।
জাতি - জাতি হলো একটি বড় সামাজিক গোষ্ঠী যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ড, ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং মূল্যবোধের ভিত্তিতে মানুষের মধ্যে ঐক্য ও পরিচিতি গঠিত হয়। জাতি সাধারণত একটি নির্দিষ্ট সরকার বা রাষ্ট্রের অধীনে বসবাস করে এবং একটি সাধারণ জাতীয় পরিচয় বা চেতনা বজায় রাখে। জাতি মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক সম্পদকে সুরক্ষা দেয় এবং একটি স্বতন্ত্র জাতীয় পরিচিতি গড়ে তোলে।
উপরের এই চারটি শব্দের সংজ্ঞা আশা করি আপনারাও জানেন। বলা যায় এই সমাজ, পরিবার, মানুষ এদের সামষ্টিক রুপ হচ্ছে জাতি। ঠিক এভাবেই চিন্তা করলে বুঝা যায়, জাতি হিসাবে কে কি করবে, এবং বৃহৎ পরিসরে তথা রাষ্ট্র এসেই পড়ে!
এখন সেই রাষ্ট্রে যদি নানান কিসিমের জাতি থাকে বা নানান জাতের মিশ্রন হয়, সেখানে জাতি নিয়ে প্রশ্ন তোলা যায় না! এক জাতি একটা ভাল মনে করলে অন্য জাতি সেটা ভাল মনে করছে না! আচরণ, খাদ্যাভাস, পোষাক, ভাষা, সংস্কৃতি সব মিলিয়ে যদি কো্ন মিশ্রন রাষ্ট্রের কথা আমরা চিন্তা করি, তবে গণ্ডগোলই দেখতে পাবেন, আবার জাতি ছাড়েও প্রশ্ন তোলা যায় না, কোন জাতি কি ছাড়বে! এই কারনে আপনি কোন জাতির ভুল কিছুকে বা ভুল অভ্যাসকে শুদ্ধ করেও দিতে পারবেন না!
বাংলাদেশ মুলত একটা মিশ্র জাতির দেশ! সেই হিসাবে এই দেশের জাতি সমুহের কি অবস্থা টা অনুমান করা যায়!
জাতি সমুহের মধ্যে একটা সমন্বয় করা যায়, সরকারের আচরণের মধ্য দিয়ে, অন্য কথায় বলা চলে 'সুশাসন'! সুবিবেকের এই সুশাসন প্রতিষ্ঠা এখন খুব কঠিন মনে হচ্ছে, দিন দিন আরো কঠিন পথে যাচ্ছে! নাগরিক মৌলিক অধিকার যেখানে নেই সেখানে এই সব চিন্তা দুরহ!
তবুও আমাদের আশাবাদী হতে হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



