বাজারের একপাগলী কে কয়েকটা বখাটে ছেলে রাতভর ধর্ষন করলো। পর দিন সকাল বেলা বাজারের ভিতর দিয়ে পাগলী হেটে যাচ্ছিলো আর জোরে জোরে বলতেছিল ওমুক ওমুক রাতে আমায় ধর্ষন করছে । পাগলীর এ ব্যবহারে বখাটেদের চরম বিপদে পরতে হয়। তখন বখাটেদের সর্দারের মাথায় একটা বুদ্ধি আসে । তার নির্দেশে পাগলীকে আবার তার কাছে ধরেনিয়ে আসে । এবার সব কয়টা বখাটে মিলে পাগলীর পাছায় লাত্থি মেরে ছেড়েদেয়। পাগলী এবার ধর্ষনের কথা বেমালুম ভূলে গিয়ে পুরো বাজারে বলতে থাকে ওমুক ওমুক আমার পাছায় লাত্থি দিয়েছে ।
আমরা বাংলাদেশী পাবলিকেরা প্রতিনিয়ত পাগলীর মত ধর্ষিত হচ্ছি। একটা ইস্যুর উপর আর একটা ইস্যু পড়লে আগের টা ভূলে যাই । শত শত অপরাধ ধামাচাপা পড়ে আছে একটার উপর আর একটা । সাগর রুনি হত্যাকান্ড ও রানা প্লাজার মত নারায়নগঞ্জের নুরুকেও একদিন আমরা ভুলে যাব। পদ্মা সেতু হলমার্ক এগুলোনা হয় বাদই দিলাম ।
হায়রে বাঙ্গালী ! পাগলীর মত তোদের অবনতী এর শেষ দেখব কবে।??? আওয়ামী লীগে চামছা, হাসিনার পা ছাঁটা গোলাম এ কে খন্দকার বির্তকিত কিছু কথা বলে হাসিনার নির্দেশে যে বই লিখেছেন, সেটা নিয়া হাউ খাউ এমন পর্যায়ে নিয়ে গেছে, মোটা চালের কেজি ৪৫ টাকা, কাঁচা মরিছ ১৫০ টাকা কেজি, মুরগির ডিম ৪৫ টাকা হালি, দুই গ্লাস পানি ১৫ টাকারর কথা কেউ ভুলেও উচ্চারন করছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


