পরকীয়ায় আক্রান্ত স্ত্রী স্বামী বাইরে যাওয়া মাত্রই তার অবৈধ প্রেমিকরে নিয়া লীলা শুরু করছে বাসার ভিতর। নয় বছরের ছেলে কিন্তুক ঘরেই ছিল, ওয়ার্ডরোবের মধ্যে লুকাইয়া সে বাস্তব জ্ঞ্যান আহরোন করছিলো। হঠাৎ কইরা স্বামী বাড়িত ফিইরা আসায় অবৈধ প্রেমিকে কোথায় লুকবে খুজে না পেয়ে অবশেষে ওয়ার্ডরোবের মধ্যে ঢুকালো। সেতো জানেনা ছোট ছেলেটা লুকাইয়া আছে ঐটার ভিতরে!
ছেলে: জায়গাটা অনেক আন্ধার কেউ দেখতে পারে না!
অবৈধ প্রেমিক: আসলেই অনেক আন্ধার!
ছেলে: আমার একটা ফুটবল আছে!
অবৈধ প্রেমিক: খুব ভাল!
ছেলে: তুমি কি ঐটা কিনতে চাও!
অবৈধ প্রেমিক: নাহ, দরকার নাই!
ছেলে: বাবায় কিন্তুক এই মাত্র ঘরে ঢুকছে!
অবৈধ প্রেমিক: আচ্ছা ঠিক আছে, দাম কত ?
ছেলে: বেশী না ৫০০ টাকা!
কয় সপ্তাহ পরে আবারও ছেলেটা আগে ও পরে অবৈধ প্রেমিকে ওয়ার্ডরোবে লুকাইয়া আছে!
ছেলে: জায়গাটা অনেক অন্ধকার!
অবৈধ প্রেমিক: আসলেই!
ছেলে: আমার একটা ফুটবলের ব্যাগ আছে!
পুরানো কথা মনে পড়লো লোকটার!
অবৈধ প্রেমিক: দাম কত? (ভর্য়াত মুখের অবস্থা)
ছেলে: ২৫০০ টাকা!
অবৈধ প্রেমিক:অল্প স্বরে ঠিক আছে!
কয় সপ্তাহ পরে বাবায় ছেলেরে বলছে~ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, চল ফুটবল খেলি!
পুলা: খেলতে পারব না বাবা, বলটা ব্যাগসহ আমি বিক্রি করে দিসি!
বাবা: কত পাইস বিক্রি কইরা ?
ছেলে: বেশী না, ৩০০০ টাকা!
বাবা: ভয়ানক ব্যাপার তুমি নির্ঘাৎ প্রতারনা করছ। এটা একটা পাপ! চল হুজুরের কাছে, তওবা পইড়া তোমার প্রায়শ্চিত্ত করতে হবে!
বাবা শয়তান পুলারে মসজিদে নিয়া গেল। পুলাডা হুজুরের রুমে গেছে তওবা পড়তে, রুমে ঢুইকাই দরজা লাগাইল ভদ্র মাইনষের মতন!
ছেলে : জায়গাটা অনেক অন্ধকার পুলাডা ফিসফিস কইরা কইল!
হুজুর : এইবার কি বেচবা!” হুজুরের মুখ আবারও অন্ধকার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



