প্রকৃতি এসে মাঝে মাঝে শিক্ষা দিয়ে যায়,
ঝরাপাতার ছোঁয়াচ আসে শীতের সন্ধ্যায়।
আমাদের জলজ-বাহন ঠেলা মাঝিরা
পাতার নিচের খুদ-কুড়ো কুড়োতে থাকলে
কিছু পাখি ঘরে ফেরার কথা বলে।
সরসগদ্য কিছু রচিত হয়, অণুভাবে প্রতিভাবে
কখনও আকাশের গায়ে কিছু প্রতিকৃতি ধরা পড়ে
চলমান গল্পগাথা উঠে আসে মানুষের দেহে।
প্রতিসন্ধ্যায় সব মানুষ ঘরে ফেরে না।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



