আজকে অনেকগুলো লালন গীতি শুনলাম। ভাবতেই অবাক লাগে, আমাদের সঙ্গিত ভান্ডার কতটা সমৃদ্ধ। কথাগুলো এত অসাধারণ...
' সহজ মানুষ ভজে
দেখ না রে মন দিব্যজ্ঞানে,
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।'
আর ও একটি অসাধারণ গান,
' হেন মানব জনম আর কি হবে
মন যা কর ত্বরায় কর এই ভবে।'
সত্যি তো, এই একটি ই তো জীবন .".বহু জন্মফলে না জানি, মনরে পেয়েছো এই মানব তরণী।"
অনেক inspiration পাওয়া যায় গানগুলো থেকে।
এই লেখাটা , আমার blog starting. তাই লালন গীতির মত এত সুন্দর একটি বিষয়কে বেছে নেয়ার দুঃসাহস দেখালাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



