দ্বিগম্বর
খবর সব কবরে গেল
রং তামাশার বিপ্লবী,
সঙ সাজার মুখোশ গুলোই
সন্ধি হল সংসারী।
জন্তু গুলো আদিম হল
হিংস্রতার বাহাদুরি,
চোয়াল জোরে কুমির দানব
পেশির জোরে সিংহ হরি।
মন্ত্রী গুলো হন্যে হল
লোভের জীহ্বায় বাড়ছে ভুড়ি
মাতাল হবার ছন্দে মিশে
চাঁদের বুড়ী খাচ্ছে তাড়ি।
রাষ্টে সব ঠিকি আছে
রাষ্ট্র নেতা ঈশ্বরী।
পেটের দায়ে অভাব বাড়ে
ধর্ম হল মহান পুঁজি,
পায় না খেতে নষ্ট নারী
বুক-ই তার... বাকিটুকু পড়ুন








