somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কান পেতে রই, ও আমার গহন হৃদয়...

আমার পরিসংখ্যান

বনলতা েসন
quote icon
একদিন আমিও পাখী হবো
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তোমার কথা

লিখেছেন বনলতা েসন, ১৬ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৬

আমি যখন পালাতে গেলাম বাড়ি,

জোছনা তখন খনন করে হৃদয়,

আড়াল থেকে ডাকছে শুক সারি,

রূপকথাতেই এখন আমার ভয়।



কেউ ডাকেনি, কাদছে একটা ডাহুক,

মজাপুকুরের শ্যাওলা সবুজ জলে ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

পথ

লিখেছেন বনলতা েসন, ০২ রা জুন, ২০১১ দুপুর ২:০৬

পথ হেঁটে যায় পথে,

আড়াল থেকে বেরিয়ে আসে মুখ,

জোছনা যেন শুষে নিয়েছে অমাবস্যার শাড়ী

আমার আজো হল না চেনা সুখ।



কালো মেয়েটির কপালে লাল টিপ।

বশ হয়েছে মনসা দেবীর মেয়ে। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৮ বার পঠিত     like!

চুরি

লিখেছেন বনলতা েসন, ১০ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১

ভরদুপুরে তোমার ঘরে চুরি করলো যে,

নেকাব খুলে দেখোনি তুমি কে



দরোজা নাই ঘরের, তাই জানালা খুলে দেখা,

বয়স আমার ঝাঁপসা চোখে আড়াল হয়ে ডাকে।

অবহেলায় পালিয়ে গেছে লোভের কাকাতুয়া,

ঝরা পালকে তবু তোমার গন্ধ লুকিয়ে থাকে। ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

এখনো কি কাদছে সবাই?

লিখেছেন বনলতা েসন, ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৮

এখনো কি কাদছে সবাই?



তুমি আমি বাদে, অন্য সবাই।

একাকী চাদটাকে দেখে বড়ো মায়া লাগে।

এমন মায়ার গোলকধাঁধায় ছুটে চলছি কতোকাল।

যৌবন গেছে, এখন আমার ক্লান্ত হওয়ার দিন।

তবু কেন কাদছে আকাশ, ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

বেগম খালেদা জিয়া কিভাবে সমর্থন করেন আমিনিকে? এর আগে বরং তার রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া উচিত।[/sb

লিখেছেন বনলতা েসন, ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৩

হরতাল হচ্ছে আজ। বিএনপি নেত্রীও এতে সমর্থন দিয়েছেন। ইসলাম রক্ষার জন্যে নয়, শুধু নারীদের বঞ্চিত করতেই এ হরতাল। বেগম জিয়া একজন নারী নেত্রী। তিনি কিভাবে এ হরতাল সমর্থন করেন? এর আগে বরং তার রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া উচিত। নতুন নারী নীতিতে সম্পত্তিতে সমান অধিকারের কথা নেই। যতো বেশি এ... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৩১৬ বার পঠিত     like!

ভাঙ্গা ডানায়

লিখেছেন বনলতা েসন, ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৬

আমি ভালোবাসতে শিখিনি।

কে বলেছিলো? তুমি!



অথচ দেখো, আমি কাঠরৌদ্রের ভেতরে দাড়িয়ে

খুঁজেছি অন্ধকার। পাহাড়ের চূঁড়ায় উঠে

লাফিয়ে পড়েছি বারবার। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

ঘুড়ি

লিখেছেন বনলতা েসন, ২৭ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১৩

আকাশে উড়তে উড়তে

তোমার কথা মনে পড়লো বলেই নামলাম।



ঘুড়িরা বোকাট্টা হলে এভাবে উড়ে যায়। তুমি বলতে।



মাটির গন্ধ শুকে শুকে যখন পৃথিবীর কাছাকাছি,

দেখি চারিদিকে সমুদ্র, অসীম শূন্যতার মাঝে শুধু হাওয়ার ফিসফাস। ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

নিহারের জন্যে

লিখেছেন বনলতা েসন, ২৩ শে মার্চ, ২০১১ রাত ৮:২৭

যতোখানি নির্জনতায় তুমি বসে আছো, একা, তার চেয়ে বেশী

সুনসান বিষ্ন্নতায়,

তোমার হলুদ জর্জেটের জামা, কোকড়ানো কালো চুল,

কিশোরী চোখে ভয় আর ভাবনা দাপিয়ে রহস্যের লোভ,

আটপৌরে বিছানায় দু’চোখের গহন নোঙ্গরে সমুদ্রের ডাক,



একজন ডাকছে তোমায়, শুনছো কি, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

পরাজিতা

লিখেছেন বনলতা েসন, ০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

আকাংখার খোজে তুমিও লোভের কাছে নত হলে

ইশারার ঠারে ঠারে ভেঙে বারবার, আমার আধার

তুমিও যে হেরে গেছো, জানা কবলিত

হয়েছো তুমি

লোভের কাছেই।

জোছনায় নিভে যায় যদি, যাক সব আলো, আর

অদ্ভুত স্বপ্নময় এই নৈঃশব্দের ঘরে,স্মৃতির দরোজাগুেেলা ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

এখনো হাওয়ায়

লিখেছেন বনলতা েসন, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭

এখনো হাওয়ায়

তোমার ওড়না

উড়ে কি যায়

সেই নদীতে

আকাশে দূরে

ছোট্ট সরালী

আজো কি পালায় ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

পুতলী

লিখেছেন বনলতা েসন, ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

একটা পুতুল খেলাঘরে, কনে সেজে বসেছিলো।

সামনে তোমার

বিশাল আকাশ,ফোটা ফোটা বৃষ্টির মতো

অজস্র তারার চোখ।

এবং সে রাত ছিলো, কঠোর চৈত্রের।

তারপর শিশিরে ভিজেছে

ঝরেছে মেঘ, বয়ে গেছে স্রোত ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

অসম্ভব কুমারী

লিখেছেন বনলতা েসন, ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪১

অসম্ভব কুমারী





ইŽছার উপগত লোভে এই যৌবন যুগ শেষে

না ডেকে দন্ডকারন্যে, লীলা লালসায় আমার পৌরুষকে করো

কেন শুধু পিপাসার দাস

এই ক্রীতদাস অযথা অসীম তৃষ্ণায় হননের লোভে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

তৃতীয় ছত্রাকঃ কষ্টের বেসাতি

লিখেছেন বনলতা েসন, ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

শুধু স্বর্নমুদ্রা পাবো বলে সখী আমি পূর্নিমায়

নেমে আসি নাই।তুলে আনি নাই গর্ভিনী সর্পের

ম¯তকের মণি। রঙ্ হীন এই কুয়াশায় নৈঃসঙ্গের খাড়িতে

কোন কিছু নাই আমার প্রাপ্তির। তবু ছুটে আসি

স্বপ্নের অধীর গোলকে

খুজে যাই নি¯েতজ কামনার ক্ষারে

নুপুরের ধ্বনি জুড়ে বি¯তারিত নারীর লাবণ্য। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

দ্বীপের নাম চর কুকরি মুকরি

লিখেছেন বনলতা েসন, ০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

এই দ্বীপের নাম চর কুকরি মুকরি।

যেখানে মৃত মানুষেরা থাকে আর থাকি আমি।

কারও ছায়া পড়ে না বেলাভূমিতে, কেউ দেখেওনা ফিরে,

চোখে সয় না এমন নীলাকাশ, অথচ একটুকরো মেঘও নেই সেখানে

জোছনার মেয়েরা ভরা পূর্নিমায় সমুদ্রে নাইতে নামে

উদোম শরীরে, দুধারে বিশাল সব ঝাউ আর কেওড়া গাছ,

সেসব গাছের ফাক থেকে মাঝে মাঝে উকি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

সাদা কালি

লিখেছেন বনলতা েসন, ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

আমি সাদা কালি টেনে মুছে ফেলি বারংবার

তোমার মুখ, চিবুকের ছোট ভাজ

এবং অহংকারের আড়ালে লুকোনো

লোভের কারুকাজ।

অথচ ইচ্ছে ছিলো এই লোভ,

সাধের ইস্পাতে ফালি ফালি জোছনায় ঢেলে মেশাবো

সহসা পালাবো ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩২৮৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ