ইদানীং
ওদের আমি মাথায় করে রাখি।
তবু ওরা নেমে আসে শরীরে, গায়ে-হাতে-পায়ে।
আমি সরিয়ে ফেলি শরীর থেকে,
যেতে চায় না ওরা, জড়িয়ে ধরে হাত।
আমি জোর করি,
বলি, এই শরীর তোমাদের না,
এখানে অন্যদের বসবাস।
(ইদানীং মাথার চুল ঝরে যাচ্ছে খুব) বাকিটুকু পড়ুন











