
যখন হেসে উঠি সশব্দে পৃথিবীকে মনে হয় আমার সঙ্গী
যখন কাঁদি, নৈঃশব্দ চারদিক,
যেনো আমারই একাকীত্ব গিলছে আমায়
শূন্যে ছুঁড়ে দিলে গান, পাহাড় ফিরিয়ে দেয় প্রতিসুর
দীর্ঘশ্বাস, শুধু বাতাসেই মিলিয়ে যায়
আনন্দধ্বনিরই হয় প্রতিধ্বনি, দুঃখের কোনও ধ্বনিই নেই যে
উপচে পড়া সুখের চারধারেই গুনগুন করে মানুষেরা ...
বাকিটুকু পড়ুন