সবাই সতর্ক থাকুন। আন্দোলন ছিনতাই হয়ে যেতে পারে যে কোনো সময়। এই ধরনের আন্দোলন ছিনতাই করতে তথাকথিত রাজনৈতিক নেতারা মুখিয়ে থাকেন সবসময়। এদের থেকে সতর্ক থাকুন।
সতর্কতার এখানেই শেষ নয়। আন্দোলন চুরি যাতে না হয়ে যাই সেই দিকে তো সতর্ক দৃষ্টি রাখবেনই।সেই সাথে নিজেকেও নিরাপদ রাখুন। যেখানে সেখানে ফেলে রাখা ব্যাগ দেখলে পুলিশ কে খবর দিন।অনেক ধরনের চাল বাজি চলতে পারে। হায়েনাদের দরকার কয়েকটি লাশ আর তাই পেলেই খুশি ওরা।আর সেই লাশ পাবার জন্য ওরা মরিয়া হয়ে আছে
আর হ্যা, সময়মত আপডেট করুন নিজেকে ফেসবুক আর টুইটারের মাধ্যমে!
আমার টুইটার @bangladeshmedia. ফলো করতে পারেন ইচ্ছে করলে। হ্যাস ট্যাগ #Shahbagh #Bangladesh কে ব্যাবহার করুন। তাহলে জানতে পারবেন আপডেট।
চলে আসুন তাহলে ? দেখা হবে বন্ধু মিছিলে, আর কথা তো হবেই স্লোগানে স্লোগানে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


